ইরানে বিপ্লবী গার্ডের নতুন গোয়েন্দা প্রধান নিয়োগ

বাসস
প্রকাশ: ২০ জুন ২০২৫, ১২:৫৫

ঢাকা, ২০ জুন, ২০২৫ (বাসস): গত সপ্তাহে ইসরাইলের বিমান হামলায় গোয়েন্দা প্রধান নিহত হওয়ার পর বৃহস্পতিবার ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীতে (আইআরজিসি) নতুন প্রধান নিয়োগ দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে। 

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইরনা’র খবরে আরো বলা হয়, আইআরজিসির বর্তমান প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর বাহিনীর নতুন গোয়েন্দা প্রধান হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদামিকে নিয়োগ দিয়েছেন।

তিনি মোহাম্মদ কাজেমির স্থলাভিষিক্ত হচ্ছেন। গত রোববার ইসরাইলের বিমান হামলায় কাজেমি প্রাণ হারান। ওই হামলায় রেভল্যুশনারি গার্ডসের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা হাসান মোহাগেক ও মোহসেন বাগেরিও নিহত হন।

এর আগে, গত ১৩ জুন ইসরাইলের আরেকটি হামলায় আইআরজিসি প্রধান হোসেইন সালামি নিহত হলে মোহাম্মদ পাকপুরকে বাহিনীর শীর্ষ পদে নিয়োগ দেওয়া হয়।

দায়িত্ব নেওয়ার পর তিনি বলেন, শহীদ কমান্ডার কাজেমি ও মোহাক্কেকের আইআরজিসি গোয়েন্দা বিভাগের সকল ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।

গত সপ্তাহে ইসরাইল ইরানের পরমাণু ও সামরিক স্থাপনায় বিমান হামলা চালায়। তেল আবিবের দাবি, তেহরান পরমাণু অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে রয়েছে। যদিও ইরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছে।

ইসরাইল একাধিক শীর্ষ ইরানি কর্মকর্তাকে হত্যার পর বৃহস্পতিবার দেশটির একটি হাসপাতালে পাল্টা হামলা চালায় তেহরান।

গত শুক্রবার দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ী মোহাম্মদ পাকপুরকে আইআরজিসি প্রধান হিসেবে নিয়োগ দেন। এরপরই ইসরাইলের হামলার জবাবে ‘নরকের দরজা খুলে দেওয়ার’ হুঁশিয়ারি দেন তিনি।

অন্যদিকে ইসরাইলের শীর্ষ পর্যায়ের কিছু নেতা রাজনৈতিক নেতা প্রকাশ্যে খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্যায় মৃতের সংখ্যা ২৫০ ছাড়াল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০০ শিক্ষার্থীর জন্য বৃত্তি, আবেদন ৭ ডিসেম্বরের মধ্যে
ভেনিজুয়েলায় ‘স্থলপথে’ মাদকবিরোধী অভিযান শুরু হবে : ট্রাম্প
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ
কানাডায় তেলের নতুন পাইপলাইন নির্মাণের উদ্যোগ; বেড়েছে জলবায়ু উদ্বেগ 
পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৫ 
আপ বাংলাদেশের প্রথম জাতীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
জমি বিক্রির নামে প্রতারণার ঘটনায় গ্রেফতার ২
পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলংকা
১০