ইরানের পারমাণবিক অস্ত্র গবেষণা কেন্দ্রে ইসরাইলের হামলা

বাসস
প্রকাশ: ২০ জুন ২০২৫, ১৫:২৬

ঢাকা, ২০ জুন, ২০২৫ (বাসস): ইসরাইলি সেনাবাহিনী শুক্রবার জানিয়েছে, তারা দুই দেশের পাল্টাপাল্টি হামলার অষ্টম দিনে ‘ইরানের পারমাণবিক অস্ত্র প্রকল্পের গবেষণা ও উন্নয়ন কেন্দ্র’ নামে পরিচিত একটি স্থাপনাসহ রাতের বেলা তেহরানের কয়েক ডজন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়,  তারা তেহরানের কেন্দ্রস্থলে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর মধ্যে রয়েছে- সামরিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র এবং ইরানের পারমাণবিক অস্ত্র প্রকল্পের গবেষণা ও উন্নয়নের জন্য এসপিএনডি (প্রতিরক্ষামূলক উদ্ভাবন ও গবেষণা সংস্থা) সদর দপ্তরসহ কয়েকটি স্থাপনা।  

বিবৃতিতে বলা হয়, এসপিএনডি সদর দপ্তর ইরান সরকারের সামরিক সক্ষমতা সমর্থনকারী উন্নত প্রযুক্তি এবং অস্ত্রের গবেষণা ও উন্নয়নের জন্য ব্যবহৃত হয়।

সেনাবাহিনী জানায়, বৃহস্পতিবার রাতে ৬০টিরও বেশি যুদ্ধবিমান কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ক্ষেপণাস্ত্রের উপাদান তৈরির স্থাপনা ও ক্ষেপণাস্ত্র ইঞ্জিন ঢালাইয়ে ব্যবহৃত কাঁচামাল তৈরির স্থাপনা।

তারা রাতভর ইরান থেকে উৎক্ষেপিত চারটি ইউএভিকে প্রতিরোধ করেছে বলে বিবৃতি বলা হয়। 

শুক্রবার এক পৃথক বিবৃতিতে সেনাবাহিনী জানায়,  তারা ইরানের তিনটি ‘ক্ষেপণাস্ত্র লঞ্চার’ ধ্বংস করেছে।

ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে দাবি করে ইসরাইল গত সপ্তাহে চিরশত্রু ইরানের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে, যা অষ্টম দিনে গড়িয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধে সম্পৃক্ততার ইঙ্গিত দিয়েছেন। এরই মধ্যে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীরা শুক্রবার ইরান-ইসরাইলের যুদ্ধ বন্ধে কূটনৈতিক সমাধানে পৌঁছানোর আশায় আলোচনা বসতে যাচ্ছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পিআর ভিত্তিক নির্বাচনের দাবিতে পক্ষকালব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের
সমন্বয় টিমের মাধ্যমে কাজের গতি বাড়ানোর আহ্বান সমাজকল্যাণ সচিবের
জাতীয় সংসদ নির্বাচন : ১০ সেপ্টেম্বর খসড়া ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ
প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় নির্মাণ হচ্ছে আরও ৫১৬টি কমিউনিটি ক্লিনিক 
গণতন্ত্র পুনরুদ্ধারে বিপদসঙ্কুল পথ অতিক্রমে জাতীয়তাবাদী শক্তি প্রস্তুত: রিজভী
সবচেয়ে বেশী ম্যাচ খেলার রেকর্ড গড়লেন ব্রাজিলিয়ান গোলরক্ষক ফ্যাবিও
এ্যাস্টন ভিলা থেকে জ্যামাইকার লিও বেইলিকে ধারে দলে নিল রোমা
বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে থাকছেন জেসি
জনশক্তি রপ্তানি সিন্ডিকেটের প্রধান রুহুল আমিনের ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক
২০২৪-২৫ অর্থবছরে বিমানের রেকর্ড ৯৩৭ কোটি টাকা মুনাফা
১০