ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ মানবাধিকার পরিষদে ভাষণ দেবেন

বাসস
প্রকাশ: ২০ জুন ২০২৫, ২০:৩৬

জেনেভা, ২০ জুন, ২০২৫ (বাসস) : ইরান ও ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধে কূটনৈতিক সমাধান খোঁজার লক্ষ্যে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আলোচনার ফাঁকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শুক্রবার জাতিসংঘ মানবাধিকার পরিষদে ভাষণ দেবেন।

জেনেভো থেকে এএফপি জানায়, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক শীর্ষ সংস্থার মুখপাত্র প্যাসকাল সিম জানান, ‘পরিষদের বিকেলের অধিবেশনের শুরুতেই আরাকচি সরাসরি ভাষণ দেবেন। এরপর পরিষদ তার স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাবে।’

জাতিসংঘের আরেক মুখপাত্র আলেসান্দ্রা ভেলুচ্চি জানান, জেনেভায় জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানিয়েল মেরন ওই অধিবেশন কক্ষে না থেকে এক ঘণ্টা আগে বাইরে একটি সংবাদ বিবৃতি দেবেন, যার বিষয় হবে ‘ইরান’।

আজ শুক্রবার জেনেভায় ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে। আলোচনায় ইরানের পরমাণু কর্মসূচি গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে থাকছে।

ইসরাইল অভিযোগ করেছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। এ অভিযোগে দেশটি এক সপ্তাহ আগে ইরানের ওপর বিমান হামলা চালায়। এরপর দুই পক্ষের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষ শুরু হয়।

উল্লেখ্য, ইসরাইল বর্তমানে জাতিসংঘ মানবাধিকার পরিষদের কোনো কার্যক্রমে অংশ নেয় না। তারা পরিষদের সভাগুলো বর্জন করে আসছে এবং সংস্থাটিকে ‘ইহুদিবিদ্বেষী’ বলে আখ্যায়িত করে।

ইসরাইল ও তার মিত্রদের দীর্ঘদিনের অভিযোগ, মানবাধিকার পরিষদ ইসরাইলকে লক্ষ্য করে পক্ষপাতমূলক আচরণ করে। কারণ, পরিষদের নিয়মিত অধিবেশনে কেবল ইসরাইলকে ঘিরেই একটি পৃথক এজেন্ডা নির্ধারিত থাকে এবং তা প্রতিবারই আলোচনায় ওঠে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্যায় মৃতের সংখ্যা ২৫০ ছাড়াল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০০ শিক্ষার্থীর জন্য বৃত্তি, আবেদন ৭ ডিসেম্বরের মধ্যে
ভেনিজুয়েলায় ‘স্থলপথে’ মাদকবিরোধী অভিযান শুরু হবে : ট্রাম্প
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ
কানাডায় তেলের নতুন পাইপলাইন নির্মাণের উদ্যোগ; বেড়েছে জলবায়ু উদ্বেগ 
পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৫ 
আপ বাংলাদেশের প্রথম জাতীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
জমি বিক্রির নামে প্রতারণার ঘটনায় গ্রেফতার ২
পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলংকা
১০