ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ মানবাধিকার পরিষদে ভাষণ দেবেন

বাসস
প্রকাশ: ২০ জুন ২০২৫, ২০:৩৬

জেনেভা, ২০ জুন, ২০২৫ (বাসস) : ইরান ও ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধে কূটনৈতিক সমাধান খোঁজার লক্ষ্যে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আলোচনার ফাঁকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শুক্রবার জাতিসংঘ মানবাধিকার পরিষদে ভাষণ দেবেন।

জেনেভো থেকে এএফপি জানায়, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক শীর্ষ সংস্থার মুখপাত্র প্যাসকাল সিম জানান, ‘পরিষদের বিকেলের অধিবেশনের শুরুতেই আরাকচি সরাসরি ভাষণ দেবেন। এরপর পরিষদ তার স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাবে।’

জাতিসংঘের আরেক মুখপাত্র আলেসান্দ্রা ভেলুচ্চি জানান, জেনেভায় জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানিয়েল মেরন ওই অধিবেশন কক্ষে না থেকে এক ঘণ্টা আগে বাইরে একটি সংবাদ বিবৃতি দেবেন, যার বিষয় হবে ‘ইরান’।

আজ শুক্রবার জেনেভায় ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে। আলোচনায় ইরানের পরমাণু কর্মসূচি গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে থাকছে।

ইসরাইল অভিযোগ করেছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। এ অভিযোগে দেশটি এক সপ্তাহ আগে ইরানের ওপর বিমান হামলা চালায়। এরপর দুই পক্ষের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষ শুরু হয়।

উল্লেখ্য, ইসরাইল বর্তমানে জাতিসংঘ মানবাধিকার পরিষদের কোনো কার্যক্রমে অংশ নেয় না। তারা পরিষদের সভাগুলো বর্জন করে আসছে এবং সংস্থাটিকে ‘ইহুদিবিদ্বেষী’ বলে আখ্যায়িত করে।

ইসরাইল ও তার মিত্রদের দীর্ঘদিনের অভিযোগ, মানবাধিকার পরিষদ ইসরাইলকে লক্ষ্য করে পক্ষপাতমূলক আচরণ করে। কারণ, পরিষদের নিয়মিত অধিবেশনে কেবল ইসরাইলকে ঘিরেই একটি পৃথক এজেন্ডা নির্ধারিত থাকে এবং তা প্রতিবারই আলোচনায় ওঠে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পিআর ভিত্তিক নির্বাচনের দাবিতে পক্ষকালব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের
সমন্বয় টিমের মাধ্যমে কাজের গতি বাড়ানোর আহ্বান সমাজকল্যাণ সচিবের
জাতীয় সংসদ নির্বাচন : ১০ সেপ্টেম্বর খসড়া ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ
প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় নির্মাণ হচ্ছে আরও ৫১৬টি কমিউনিটি ক্লিনিক 
গণতন্ত্র পুনরুদ্ধারে বিপদসঙ্কুল পথ অতিক্রমে জাতীয়তাবাদী শক্তি প্রস্তুত: রিজভী
সবচেয়ে বেশী ম্যাচ খেলার রেকর্ড গড়লেন ব্রাজিলিয়ান গোলরক্ষক ফ্যাবিও
এ্যাস্টন ভিলা থেকে জ্যামাইকার লিও বেইলিকে ধারে দলে নিল রোমা
বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে থাকছেন জেসি
জনশক্তি রপ্তানি সিন্ডিকেটের প্রধান রুহুল আমিনের ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক
২০২৪-২৫ অর্থবছরে বিমানের রেকর্ড ৯৩৭ কোটি টাকা মুনাফা
১০