নেপালে গ্যাসের সন্ধান ‘সুখবর’ : প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি

বাসস
প্রকাশ: ২০ জুন ২০২৫, ২০:৩৯

ঢাকা, ২০ জুন, ২০২৫ (বাসস) : চীন ও নেপালের যৌথ এক সমীক্ষায় হিমালয়কেন্দ্রিক দেশ নেপালে বিপুল পরিমাণ মিথেন গ্যাসের সন্ধান পাওয়া গেছে। শুক্রবার এই খবরে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এটিকে ‘সুখবর’ হিসেবে স্বাগত জানিয়েছেন।

কাঠমাণ্ডু থেকে এএফপি  জানায়, নিজের ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, ‘দেশে ১১২ বিলিয়ন ঘনমিটার গ্যাসের অস্তিত্ব পাওয়া গেছে- এটি নিঃসন্দেহে একটি সুখবর।’

নেপালের ভূতাত্ত্বিক জরিপ ও খনিশিল্প বিভাগ জানিয়েছে, দেশটির পশ্চিমাঞ্চলীয় জেলা ডাইলেখে এই গ্যাস মজুদের সন্ধান পাওয়া গেছে।

বিভাগের ভূতত্ত্ববিদ প্রকাশ লুইটেল এএফপিকে জানান, ‘এটি প্রাথমিক অনুমান। নমুনার ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে গ্যাসটির বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত জানা যাবে।’

চীনের রাষ্ট্রীয় সংস্থা ‘চায়না জিওলজিক্যাল সার্ভে’র সহায়তায় এই সমীক্ষাটি পরিচালিত হয়েছে।

খনি ও ভূতাত্ত্বিক বিভাগের মুখপাত্র মুখুন্দ ভট্টরাই বলেন, ‘চূড়ান্ত প্রতিবেদন ডিসেম্বর মাসে প্রকাশের কথা রয়েছে। তখনই আমরা পরবর্তী ধাপের জন্য নির্ভরযোগ্য তথ্য পাব।’

তিনি আরও জানান, এই প্রকল্পে সর্বোচ্চ ৪,০১৩ মিটার (প্রায় ১৩ হাজার ১৬৬ ফুট) গভীর পর্যন্ত খনন করা হয়েছে।

পেট্রোলিয়াম পণ্য নেপালের শীর্ষ আমদানি পণ্যের একটি, যদিও সাম্প্রতিক বছরগুলোতে দেশটি জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছে।

নেপালের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ১০ মাসে দেশটি পেট্রোলিয়াম পণ্য আমদানিতে ১.৫ বিলিয়ন ডলারের বেশি ব্যয় করেছে, যা মোট আমদানির প্রায় ১৬ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নতুন মন্ত্রিসভা গঠন করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট 
জিম্মিদের দ্বিতীয় দলকে রেড ক্রসের কাছে হস্তান্তর
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১৬ অক্টোবর
কুমিল্লায় দুর্যোগ প্রশমন দিবস পালিত
ইউক্রেনকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিতে পারেন, পুতিনের প্রতি ট্রাম্পের হুমকী
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্প ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত
গাজা শান্তি সম্মেলনে যোগ দেবে না ইরান: পররাষ্ট্রমন্ত্রী
নওগাঁয় তরুণদের মধ্যে ফুটবল ও জার্সি বিতরণ
দুর্যোগ প্রশমন দিবসে ফেনীতে ভূমিকম্প বিষয়ক মহড়া
খুলনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
১০