ইরানের সঙ্গে উত্তেজনা নিরসনে ‘সম্পূর্ণ কূটনৈতিক সমাধান’ প্রস্তাব দেবে ইউরোপীয় শক্তিগুলো : মাখোঁ

বাসস
প্রকাশ: ২০ জুন ২০২৫, ২০:৪৫

ঢাকা, ২০ জুন, ২০২৫ (বাসস) : ইসরাইলের সঙ্গে ক্রমবর্ধমান সংঘাত নিরসনে ফ্রান্স ও অন্যান্য ইউরোপীয় শক্তিগুলো ইরানকে একটি ‘সম্পূর্ণ কূটনৈতিক সমাধান’ দেওয়ার প্রস্তাব দেবে বলে শুক্রবার জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।

ফ্রান্সের ল্য বোর্জে থেকে এএফপি জানায়, মাখোঁ বলেন, ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জাঁ-নোয়েল বারো শুক্রবার জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে সাক্ষাৎ করবেন এবং সেখানে আলোচনার জন্য একটি পূর্ণাঙ্গ কূটনৈতিক ও কারিগরি প্রস্তাব তুলে ধরা হবে।

মাখোঁ বলেন, ‘ফ্রান্স এবং আমাদের মিত্র জার্মানি ও যুক্তরাজ্য একটি কূটনৈতিক সমাধান টেবিলে রাখছে। এখন ইরানকে প্রমাণ করতে হবে যে তারা আলোচনায় অংশ নিতে আগ্রহী।’

ফ্রান্সের রাজধানীর বাইরে ল্য বোর্জেতে প্যারিস এয়ার শো উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মাখোঁ বলেন, ‘এখন সময় হলো অর্থবহ আলোচনায় ফিরে যাওয়ার, যেখানে পারমাণবিক ইস্যু (ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্যে নামানো), ব্যালিস্টিক কার্যক্রম, আঞ্চলিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অর্থায়নসহ সব বিষয় অন্তর্ভুক্ত থাকবে।’

তিনি জানান, ইউরোপীয় তিন দেশের পক্ষ থেকে দেওয়া প্রস্তাবে চারটি মূল উপাদান থাকবে:

১. আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পূর্ণ কার্যক্রম পুনরায় শুরু করা, যাতে তারা ইরানের সব পারমাণবিক স্থাপনায় নিরীক্ষা চালাতে পারে এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্যে আনার প্রক্রিয়া নিশ্চিত করতে পারে।

২ ও ৩. ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক প্রতিনিধিদের অর্থায়নের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা।

৪. ইরানে আটক ‘জিম্মিদের’ মুক্তি। মাখোঁ বলেন, এই বন্দিদের মধ্যে দুইজন ফরাসি নাগরিকও রয়েছেন।

মাখোঁ আরও বলেন, ‘ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করলে তা যে ঝুঁকি তৈরি করবে, সেটি অবহেলা করা উচিত নয়। এটি ইসরাইলের অস্তিত্বের জন্য হুমকি তৈরি করতে পারে।’

তবে ইসরাইলের সামরিক অভিযানের ব্যাপ্তি নিয়েও তিনি সমালোচনা করেন। তিনি বলেন, ‘বেসামরিক অবকাঠামো বা জ্বালানি স্থাপনায় হামলা এবং সাধারণ জনগণের ওপর আঘাত- এসব কিছুতেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের হামলা বন্ধ হওয়া জরুরি।’

তিনি ইসরাইলকে সতর্ক করে বলেন, ‘কেবলমাত্র সামরিক অভিযান দিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচিকে প্রতিহত করা সম্ভব নয়।’

তিনি বলেন, ‘যেসব স্থাপনা রয়েছে, তা অত্যন্ত সুরক্ষিত এবং কোথায় ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম রাখা আছে তা সুনিশ্চিত নয়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নতুন মন্ত্রিসভা গঠন করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট 
জিম্মিদের দ্বিতীয় দলকে রেড ক্রসের কাছে হস্তান্তর
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১৬ অক্টোবর
কুমিল্লায় দুর্যোগ প্রশমন দিবস পালিত
ইউক্রেনকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিতে পারেন, পুতিনের প্রতি ট্রাম্পের হুমকী
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্প ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত
গাজা শান্তি সম্মেলনে যোগ দেবে না ইরান: পররাষ্ট্রমন্ত্রী
নওগাঁয় তরুণদের মধ্যে ফুটবল ও জার্সি বিতরণ
দুর্যোগ প্রশমন দিবসে ফেনীতে ভূমিকম্প বিষয়ক মহড়া
খুলনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
১০