তরুণদের ওপর এআই’র প্রভাব নিয়ে সতর্কবার্তা দিলেন পোপ

বাসস
প্রকাশ: ২০ জুন ২০২৫, ২১:২২

ঢাকা, ২০ জুন, ২০২৫ (বাসস) : পোপ চতুর্দশ লিও শুক্রবার সতর্ক করে বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)’র ব্যবহার তরুণদের বুদ্ধিবৃত্তিক বিকাশে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে এবং বাস্তবতা উপলব্ধির ক্ষমতা দুর্বল করে দিতে পারে।

গত ৮ মে ক্যাথলিক গির্জার প্রধান হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে গণিতে স্নাতক ডিগ্রিধারী পোপ লিও নিয়মিতভাবে এআই সম্পর্কিত ঝুঁকির বিষয়ে সতর্ক করে আসছেন। তবে এবারই প্রথম তিনি শুধু এআই নিয়ে বক্তব্য রাখলেন।

ভ্যাটিকান সিটি থেকে এএফপি জানায়, রোমে অনুষ্ঠিত দ্বিতীয় এআই সম্মেলনে অংশগ্রহণকারীদের উদ্দেশে এক লিখিত বার্তায় পোপ বলেন, আমরা সবাই শিশু ও তরুণদের ভবিষ্যৎ নিয়ে, বিশেষ করে, এআই’র ব্যবহার তাদের মানসিক ও স্নায়ুবিক বিকাশে কী প্রভাব ফেলতে পারে তা নিয়ে উদ্বিগ্ন।

পোপ বলেন, এখন এআই-এর মাধ্যমে যতো দ্রুতগতিতে তথ্যপ্রাপ্তি সম্ভব, কোনো প্রজন্মেরই এ সুযোগ ছিল না। তবে মনে রাখতে হবে, তথ্যপ্রাপ্তি যতো ব্যাপকই হোক, তাকে কখনোই প্রকৃত বুদ্ধিমত্তার সঙ্গে গুলিয়ে ফেলা যাবে না।

স্বাস্থ্যসেবা ও বৈজ্ঞানিক গবেষণায় এআই’র সম্ভাবনার প্রশংসা করলেও এর প্রভাব নিয়ে পোপ বলেন, এটি মানুষের বাস্তবতা অনুধাবনের বিশেষ ক্ষমতার ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে, যা গভীর উদ্বেগের বিষয়।

উল্লেখ্য, সম্প্রতি পোপ লিও নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ডিপফেক ভিডিও ও অডিওর শিকার হয়েছেন।

এএফপি’র এক অনুসন্ধানে দেখা যায়, ইউটিউব ও টিকটকে এমন বহু চ্যানেল রয়েছে, যেখানে পোপের কণ্ঠ বা চেহারা নকল করে ইংরেজি ও স্প্যানিশ ভাষায় এআই-নির্ভর ভুয়া বার্তা প্রচার করা হচ্ছে।

এদিকে রয়টার্স ইন্সটিটিউট ফর দ্য স্টাডি অব জার্নালিজম-এর এক জরিপে দেখা যায়, বিশেষ করে তরুণদের মধ্যে খবর পড়ার ক্ষেত্রে চ্যাটবট ব্যবহারের প্রবণতা উল্লেখযোগ্য হারে বেড়েছে।

পোপের পূর্বসূরি ফ্রান্সিসের সময় থেকেই ক্যাথলিক গির্জা নতুন প্রযুক্তি ব্যবহারে নৈতিক চিন্তাভাবনা ও নীতিমালা প্রভাবিত করার উদ্যোগ নিয়েছে।

২০২০ সালে ভ্যাটিকান স্বচ্ছতা ও গোপনীয়তা রক্ষার ওপর জোর দিয়ে ‘রোম কল ফর এআই এথিকস’ নামে একটি নৈতিক নীতিমালা প্রস্তাব করে। মাইক্রোসফট, আইবিএম, জাতিসংঘ, ইতালি এবং বিশ্বের একাধিক বিশ্ববিদ্যালয় এটি স্বাক্ষর করে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় সংসদ নির্বাচন : ১০ সেপ্টেম্বর খসড়া ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ
প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় নির্মাণ হচ্ছে আরও ৫১৬টি কমিউনিটি ক্লিনিক 
গণতন্ত্র পুনরুদ্ধারে বিপদসঙ্কুল পথ অতিক্রমে জাতীয়তাবাদী শক্তি প্রস্তুত: রিজভী
সবচেয়ে বেশী ম্যাচ খেলার রেকর্ড গড়লেন ব্রাজিলিয়ান গোলরক্ষক ফ্যাবিও
এ্যাস্টন ভিলা থেকে জ্যামাইকার লিও বেইলিকে ধারে দলে নিল রোমা
বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে থাকছেন জেসি
জনশক্তি রপ্তানি সিন্ডিকেটের প্রধান রুহুল আমিনের ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক
২০২৪-২৫ অর্থবছরে বিমানের রেকর্ড ৯৩৭ কোটি টাকা মুনাফা
জুলাই মাসে রাজস্ব আদায়ে ২৪.৩৩ শতাংশ প্রবৃদ্ধি
২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাসের বিরুদ্ধে আপিল শুনানি চলছে
১০