ইরান-ইসরায়েল যুদ্ধ নিয়ে আলোচনা করতে ইস্তাম্বুলে আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা 

বাসস
প্রকাশ: ২১ জুন ২০২৫, ১১:০৭

ঢাকা, ২১ জুন, ২০২৫ (বাসস): ইরান ও ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধ নিয়ে আলোচনা করতে শুক্রবার রাতে তুরস্কের ইস্তাম্বুলে একত্রিত হয়েছেন আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

ইস্তাম্বুল থেকে এএফপি জানায়, শনিবার ও রোববার অনুষ্ঠেয় ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) এক গুরুত্বপূর্ণ বৈঠকের প্রাক্কালে এই বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে এক সপ্তাহ আগে শুরু হওয়া এই বিমান যুদ্ধ পরিস্থিতিও আলোচনার বিষয়।

ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে দাবি করে ইসরাইল গত ১৩ জুন ভোরে আক্রমণ শুরু করে। এর পরপরই তেহরান পাল্টা হামলা চালায়। যা দুই চিরপ্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের মধ্যে এযাবৎকালের সবচেয়ে ভয়াবহ যুদ্ধে রূপ নেয়।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রায় ৪০টি দেশের শীর্ষ কূটনীতিক ওআইসি সম্মেলনে অংশ নেবেন এবং ইরান-ইসরাইল সংকট নিয়ে একটি পৃথক অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও কূটনীতিকদের সাথে যোগ দেবেন এবং বক্তব্য রাখবেন। যিনি শুক্রবার জেনেভায় ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। 

এর আগে শুক্রবার আরাঘচি বলেন, তেহরান কূটনৈতিক সমাধান বিবেচনায় নিতে প্রস্তুত থাকবে শুধুমাত্র তখনই, যখন ইসরাইলের আগ্রাসন বন্ধ হবে।

আনাদোলু জানায়, বৈঠক শেষে আরব লীগ মন্ত্রীরা একটি যৌথ বিবৃতি প্রকাশ করবেন বলে আশা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নতুন মন্ত্রিসভা গঠন করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট 
জিম্মিদের দ্বিতীয় দলকে রেড ক্রসের কাছে হস্তান্তর
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১৬ অক্টোবর
কুমিল্লায় দুর্যোগ প্রশমন দিবস পালিত
ইউক্রেনকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিতে পারেন, পুতিনের প্রতি ট্রাম্পের হুমকী
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্প ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত
গাজা শান্তি সম্মেলনে যোগ দেবে না ইরান: পররাষ্ট্রমন্ত্রী
নওগাঁয় তরুণদের মধ্যে ফুটবল ও জার্সি বিতরণ
দুর্যোগ প্রশমন দিবসে ফেনীতে ভূমিকম্প বিষয়ক মহড়া
খুলনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
১০