আরব লীগের বৈঠকে যোগ দিতে ইস্তাম্বুলে ইরানি পররাষ্ট্রমন্ত্রী

বাসস
প্রকাশ: ২১ জুন ২০২৫, ১৪:২৫

ঢাকা, ২১ জুন, ২০২৫ (বাসস): ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আজ শনিবার তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন বলে সংবাদ সংস্থা তাসনিম এক প্রতিবেদনে জানিয়েছে। ইসরাইলের সঙ্গে ইরানের ক্রমবর্ধমান সংঘাত নিয়ে আরব লীগের কূটনীতিকদের সঙ্গে বৈঠকের জন্য তিনি ইস্তাম্বুলে গেছেন।

ইসরাইল ও ইরানের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত থাকা অবস্থায় ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)-র সপ্তাহান্তিক সম্মেলনে প্রায় ৪০ জন কূটনীতিকের যোগ দেওয়ার কথা রয়েছে।

সংবাদ সংস্থা তাসনিম-এর বরাত দিয়ে এএফপি জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আজ (শনিবার) সকালে ইস্তাম্বুলে পৌঁছেছেন। ইসলামিক সহযোগিতা সংস্থার পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশগ্রহণের জন্য তিনি এখানে এসেছেন।

গতকাল শুক্রবার জেনেভায় ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরদিন আরাগচি ইস্তাম্বুলে পৌঁছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ‘ইরান সরকারের পরামর্শে এই বৈঠকে বিশেষভাবে আমাদের দেশের ওপর ইহুদিবাদী ইসরাইল সরকারের আক্রমণের বিষয়টি আলোচনা করা হবে।’

গত ১৩ জুন ভোর থেকে ইরানে আক্রমণ শুরু করে ইসরাইল। ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে পৌঁছেছে দাবি করে তারা এ হামলা চালায়। হামলার জবাবে তেহরান ইসরাইলে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এরপর থেকে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ এখনো চলমান রয়েছে।

গত শুক্রবার সকালে আব্বাস আরাগচি বলেন, ‘ইসরাইলের আগ্রাসন বন্ধ হলেই কেবল তেহরান পূণরায় কূটনৈতিক আলোচনার বিষয়টি বিবেচনা করতে প্রস্তুত রয়েছে।’  

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদলু জানিয়েছে, আরব লীগের মন্ত্রীরা তাদের বৈঠকের পর বিবৃতি দেওয়ার সম্ভবনা রয়েছে।a

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় সংসদ নির্বাচন : ১০ সেপ্টেম্বর খসড়া ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ
প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় নির্মাণ হচ্ছে আরও ৫১৬টি কমিউনিটি ক্লিনিক 
গণতন্ত্র পুনরুদ্ধারে বিপদসঙ্কুল পথ অতিক্রমে জাতীয়তাবাদী শক্তি প্রস্তুত: রিজভী
সবচেয়ে বেশী ম্যাচ খেলার রেকর্ড গড়লেন ব্রাজিলিয়ান গোলরক্ষক ফ্যাবিও
এ্যাস্টন ভিলা থেকে জ্যামাইকার লিও বেইলিকে ধারে দলে নিল রোমা
বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে থাকছেন জেসি
জনশক্তি রপ্তানি সিন্ডিকেটের প্রধান রুহুল আমিনের ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক
২০২৪-২৫ অর্থবছরে বিমানের রেকর্ড ৯৩৭ কোটি টাকা মুনাফা
জুলাই মাসে রাজস্ব আদায়ে ২৪.৩৩ শতাংশ প্রবৃদ্ধি
২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাসের বিরুদ্ধে আপিল শুনানি চলছে
১০