পরিবেশ পুনর্বাসনের জন্য সেলের কাছে ১২ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি নাইজেরিয়ার রাজার

বাসস
প্রকাশ: ২১ জুন ২০২৫, ১৫:০২

ঢাকা, ২১ জুন, ২০২৫ (এএফপি) : নাইজেরিয়ার তেলসমৃদ্ধ নাইজার ডেল্টা অঞ্চলের একজন প্রভাবশালী ঐতিহ্যবাহী রাজা শুক্রবার শেল কোম্পানির অঞ্চল ত্যাগের আগে পরিবেশ পুনর্বাসনের জন্য ১২ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন।

লাগোস থেকে এএফপি জানায়, একটি বেসরকারি সংগঠনের জোট জানিয়েছে যে একপেটিয়ামা কিংডমের রাজা বাবারায়ে ডাকোলো দক্ষিণ নাইজেরিয়ার ইয়েনাগোয়া শহরের একটি ফেডারেল হাইকোর্টে হাজির হয়ে কয়েক দশকের পরিবেশগত ক্ষতির জন্য এই ক্ষতিপূরণ দাবি করেন। 

নাইজার ডেল্টা অঞ্চলের কৃষি ও মৎস্যজীবী সম্প্রদায় বহু বছর ধরে তেল ছড়িয়ে পড়ার কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাচ্ছে। 

যুক্তরাজ্যভিত্তিক প্রভাবশালী কোম্পানি শেল দীর্ঘদিন ধরেই নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলের তেল ও গ্যাস সমৃদ্ধ অঞ্চলে মারাত্মক পরিবেশ বিপর্যয়ের জন্য অভিযুক্ত।

এই মামলার পেছনে রয়েছে শেলের সাম্প্রতিক সিদ্ধান্ত, যেখানে তারা ২.৪ বিলিয়ন ডলারের সম্পদ বিক্রি করে নাইজেরিয়া থেকে তাদের কার্যক্রম অফশোর অঞ্চলে স্থানান্তর করছে।

রাজা বাবারায়ে ডাকোলো দাবি করেছেন, শেল পুরনো অবকাঠামো ধ্বংস না করেই, পরিবেশগত ক্ষতি পুনর্গঠন না করেই এবং একপেটিয়ামা জনগণের প্রতি বছরের পর বছর ধরে হওয়া ক্ষতির ক্ষতিপূরণ না দিয়েই এ অঞ্চল ত্যাগ করতে চায়।

ডাকোলো বলেন, শেলের কার্যক্রমের ফলে ব্যাপক তেল ছড়িয়ে পড়েছে, গ্যাস ফ্লেয়ারিং ঘটেছে, কৃষিকাজ ও মৎস্যচাষ ধ্বংস হয়েছে এবং নদী, বন ও চাষযোগ্য জমি বিষাক্ত হয়ে গেছে।

এই মামলার শুনানি গ্রহণ করা হয়েছে এবং তা আগামী ২২ জুলাই পর্যন্ত মুলতবি করা হয়েছে।

শেল ছাড়াও নাইজেরিয়ার পেট্রোলিয়াম ও আইন মন্ত্রণালয় এবং একটি উর্ধ্বতন তেল নিয়ন্ত্রক সংস্থাকেও আসামি করা হয়েছে।

মামলায় দাবি করা হয়েছে, যতক্ষণ না পুনর্বাসন, পুরনো অবকাঠামো অপসারণ এবং ক্ষতিপূরণ নিয়ে চুক্তি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত শেলের সম্পদ হস্তান্তর বন্ধ রাখা হোক।

ডাকোলো এক বিবৃতিতে বলেন,  ‘শেল আমাদের নদী, জমি এবং জীবিকা ধ্বংস করে একটি বিপর্যয় রেখে যেতে চায়। আমরা এই পরিত্যাগ মেনে নেব না।

মামলার অন্যতম পক্ষ ‘সোশ্যাল অ্যাকশন নাইজেরিয়া’র পরিচালক আইজ্যাক আসুমে ওসুওকা এএফপিকে বলেন, ‘শেল লাভ নিয়ে চলে যেতে চায়, কিন্তু রেখে যেতে চায় বিষাক্ত বাতাস, বিষাক্ত পানি আর বিপর্যস্ত জনগোষ্ঠী।’

শেল তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

তবে তেল কোম্পানিগুলো সাধারণত বলে থাকে, তারা আন্তর্জাতিক মান মেনে পরিবেশগত নিরাপত্তা বজায় রাখে। বেশিরভাগ দুর্ঘটনার জন্য তারা পাইপলাইন নাশকতা ও তেল চোরাকারবারীদের দায়ী করে।

আফ্রিকার শীর্ষ তেল উৎপাদক নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবুর ২০২৩ সালে সংস্কারমূলক পদক্ষেপ নিয়ে ক্ষমতায় আসার পর থেকে নাইজেরিয়া বিদেশি বিনিয়োগ আকর্ষণে সচেষ্ট রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পিআর ভিত্তিক নির্বাচনের দাবিতে পক্ষকালব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের
সমন্বয় টিমের মাধ্যমে কাজের গতি বাড়ানোর আহ্বান সমাজকল্যাণ সচিবের
জাতীয় সংসদ নির্বাচন : ১০ সেপ্টেম্বর খসড়া ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ
প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় নির্মাণ হচ্ছে আরও ৫১৬টি কমিউনিটি ক্লিনিক 
গণতন্ত্র পুনরুদ্ধারে বিপদসঙ্কুল পথ অতিক্রমে জাতীয়তাবাদী শক্তি প্রস্তুত: রিজভী
সবচেয়ে বেশী ম্যাচ খেলার রেকর্ড গড়লেন ব্রাজিলিয়ান গোলরক্ষক ফ্যাবিও
এ্যাস্টন ভিলা থেকে জ্যামাইকার লিও বেইলিকে ধারে দলে নিল রোমা
বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে থাকছেন জেসি
জনশক্তি রপ্তানি সিন্ডিকেটের প্রধান রুহুল আমিনের ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক
২০২৪-২৫ অর্থবছরে বিমানের রেকর্ড ৯৩৭ কোটি টাকা মুনাফা
১০