ইসরাইলি হামলায় ৬৫৭ জন ইরানি নিহত : মার্কিন ভিত্তিক এনজিও

বাসস
প্রকাশ: ২১ জুন ২০২৫, ১৫:১০ আপডেট: : ২১ জুন ২০২৫, ১৫:১২

ঢাকা, ২১ জুন, ২০২৫ (বাসস) : ইরানের বিরুদ্ধে ইসরাইলের হামলায় বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যসহ কমপক্ষে ৬৫৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছে মার্কিন ভিত্তিক একটি এনজিও।

প্যারিস থেকে এএফপি জানায়, ইরানের সূত্র ও প্রতিবেদনের ভিত্তিতে সংস্থাটি এ তথ্য দেয়।

হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, ১৩ জুন ইসরাইলে দেশব্যাপী তাদের হামলা শুরু করার পর থেকে কমপক্ষে ২৬৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

এর মধ্যে, তারা ২০ জনেরও বেশি শিশুর পরিচয় যাচাই করা হয়েছে বলে জানিয়েছে, যাদের বেশিরভাগই তেহরানে নিহত হয়েছে।

এতে আরও বলা হয়েছে ১৬৪ জন সামরিক সদস্যও নিহত হয়েছে।

সামগ্রিকভাবে নিহত আরো ২৩০ জন  সম্পর্কে তারা বেসামরিক নাগরিক নাকি নিরাপত্তা বাহিনীর সদস্য এইচআরএএনএ তা নির্ধারণ করতে পারেনি।

এতে আরও বলা হয়েছে, শুক্রবার ভোর পর্যন্ত নিরাপত্তা বাহিনীর দুই সহস্রাধিক সদস্য ও বেসামরিক নাগরিক আহত হয়েছে।

গোষ্ঠীটি জানায়, ইরানের ৩১টি প্রদেশের মধ্যে ২১টিতে হামলা চালানো হয়েছে।

ইরানি কর্তৃপক্ষ রোববার জানিয়েছে, ইসরাইলি হামলায় সামরিক কমান্ডার, পরমাণূ বিজ্ঞানী ও বেসামরিক নাগরিকসহ কমপক্ষে ২২৪ জন নিহত হয়েছে। তারপর থেকে তারা কোনো আপডেট সংখ্যা প্রকাশ করেনি।

প্রতিক্রিয়ায় ইরানি হামলায় ইসরাইলেও ক্ষতি হয়েছে। কর্তৃপক্ষের মতে সেখানে কমপক্ষে ২৫ জন নিহত ও কয়েক শত আহত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্যায় মৃতের সংখ্যা ২৫০ ছাড়াল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০০ শিক্ষার্থীর জন্য বৃত্তি, আবেদন ৭ ডিসেম্বরের মধ্যে
ভেনিজুয়েলায় ‘স্থলপথে’ মাদকবিরোধী অভিযান শুরু হবে : ট্রাম্প
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ
কানাডায় তেলের নতুন পাইপলাইন নির্মাণের উদ্যোগ; বেড়েছে জলবায়ু উদ্বেগ 
পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৫ 
আপ বাংলাদেশের প্রথম জাতীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
জমি বিক্রির নামে প্রতারণার ঘটনায় গ্রেফতার ২
পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলংকা
১০