গাজায় ৭ ইসরাইলি সৈন্য নিহত

বাসস
প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১১:৫৭

ঢাকা, ২৫ জুন, ২০২৫ (বাসস) : ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সঙ্গে অব্যাহত যুদ্ধে গাজায় ৭ জন ইসরাইলি সৈন্য নিহত হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী বুধবার এ তথ্য জানায় ছিল।

জেরুজালেম থেকে এএফপি জানায়, সেনাবাহিনীর ওয়েবসাইটে একই ব্যাটালিয়নের পাঁচজন সৈন্য এবং একজন প্লাটুন কমান্ডারের নাম তালিকাভুক্ত করা হয়েছে। দক্ষিণ গাজা উপত্যকায় যুদ্ধের সময় নিহত তারা হন।

এতে আরও বলা হয়েছে যে সপ্তম সৈন্যও নিহত হয়েছে, তবে তার পরিবার তার নাম প্রকাশের অনুমতি দেয়নি।

গত ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের আক্রমণের ফলে সংঘটিত যুদ্ধে এ পর্যন্ত ৪৩০ জনেরও বেশি ইসরাইলি সৈন্য নিহত হয়েছে।

সরকারি পরিসংখ্যানের ভিত্তিতে এএফপির হিসাব অনুযায়ী, হামাসের ওই হামলায় ১,২১৯ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

এতে ২৫১ জনকে জিম্মি হিসেবে আটক করে হামাস, যাদের মধ্যে ৪৯ জন এখনও গাজায় বন্দী। আটককৃতদের ২৭ জন নিহত বলে ইসরাইলি সেনাবাহিনী দাবি করে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরাইলি প্রতিশোধমূলক সামরিক অভিযানে কমপক্ষে ৫৬ হাজার ৭৭ জন এ পর্যন্ত নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। জাতিসংঘ তাদের পরিসংখ্যান নির্ভরযোগ্য বলে মনে করে।

অধিকার গোষ্ঠীগুলোর মতে, মার্চের শুরু থেকে মে মাসের শেষ পর্যন্ত ইসরাইলের সমস্ত সরবরাহ বন্ধ করে দেওয়া এবং বিধিনিষেধ আরোপ অব্যাহত রাখার পর ২০ লক্ষাধিক মানুষের এই অঞ্চল দুর্ভিক্ষের মতো পরিস্থিতির সম্মুখীন হয়েছে।

মঙ্গলবার ইরানের সাথে যুদ্ধবিরতিতে ইসরাইলের সম্মতির পর, ইসরাইলের সামরিক প্রধান ইয়াল জামির বলেছেন, এখন মনোযোগ গাজার দিকে ফিরে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই হত্যাকাণ্ডের মামলায় পুলিশ কর্মকর্তা সাজ্জাদের জামিন স্থগিত
টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আফগান অভিবাসী বহনকারী বাস দুর্ঘটনায় নিহত ৭৬
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় খুনের দায়ে একব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
ভোলা পৌর শহরে মশক নিধন অব্যাহত থাকায় স্বস্তির নি:শ্বাস ফেলছে পৌরবাসী
শুল্ক নিয়ে ব্রাজিলের ডব্লিউটিও প্রতিনিধিদের সাথে আলোচনায় বসতে রাজি যুক্তরাষ্ট্র
পাকিস্তানে মৌসুমি বৃষ্টিপাতে ২০ জনেরও বেশি মানুষের মৃত্যু 
জুলাইয়ে প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে যুক্তরাজ্যের বার্ষিক মুদ্রাস্ফীতি
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক 
বাঘাইছড়িতে অবৈধ ভারতীয় সিগারেট উদ্ধার
১০