গাজায় ৭ ইসরাইলি সৈন্য নিহত

বাসস
প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১১:৫৭

ঢাকা, ২৫ জুন, ২০২৫ (বাসস) : ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সঙ্গে অব্যাহত যুদ্ধে গাজায় ৭ জন ইসরাইলি সৈন্য নিহত হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী বুধবার এ তথ্য জানায় ছিল।

জেরুজালেম থেকে এএফপি জানায়, সেনাবাহিনীর ওয়েবসাইটে একই ব্যাটালিয়নের পাঁচজন সৈন্য এবং একজন প্লাটুন কমান্ডারের নাম তালিকাভুক্ত করা হয়েছে। দক্ষিণ গাজা উপত্যকায় যুদ্ধের সময় নিহত তারা হন।

এতে আরও বলা হয়েছে যে সপ্তম সৈন্যও নিহত হয়েছে, তবে তার পরিবার তার নাম প্রকাশের অনুমতি দেয়নি।

গত ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের আক্রমণের ফলে সংঘটিত যুদ্ধে এ পর্যন্ত ৪৩০ জনেরও বেশি ইসরাইলি সৈন্য নিহত হয়েছে।

সরকারি পরিসংখ্যানের ভিত্তিতে এএফপির হিসাব অনুযায়ী, হামাসের ওই হামলায় ১,২১৯ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

এতে ২৫১ জনকে জিম্মি হিসেবে আটক করে হামাস, যাদের মধ্যে ৪৯ জন এখনও গাজায় বন্দী। আটককৃতদের ২৭ জন নিহত বলে ইসরাইলি সেনাবাহিনী দাবি করে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরাইলি প্রতিশোধমূলক সামরিক অভিযানে কমপক্ষে ৫৬ হাজার ৭৭ জন এ পর্যন্ত নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। জাতিসংঘ তাদের পরিসংখ্যান নির্ভরযোগ্য বলে মনে করে।

অধিকার গোষ্ঠীগুলোর মতে, মার্চের শুরু থেকে মে মাসের শেষ পর্যন্ত ইসরাইলের সমস্ত সরবরাহ বন্ধ করে দেওয়া এবং বিধিনিষেধ আরোপ অব্যাহত রাখার পর ২০ লক্ষাধিক মানুষের এই অঞ্চল দুর্ভিক্ষের মতো পরিস্থিতির সম্মুখীন হয়েছে।

মঙ্গলবার ইরানের সাথে যুদ্ধবিরতিতে ইসরাইলের সম্মতির পর, ইসরাইলের সামরিক প্রধান ইয়াল জামির বলেছেন, এখন মনোযোগ গাজার দিকে ফিরে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চুয়াডাঙ্গায় সাহিত্য পরিষদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নাটোরে খালেদা জিয়ার আরোগ্য কামনা করে দোয়া মাহফিল  
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় বিএনপি’র দোয়া ও মোনাজাত
বই-ব্যাগ ছাড়াই স্কুলে ফিরছে গাজার শিশুরা
বিএনপির আরও ৯ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
রোববার শুরু হচ্ছে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন ‘বসকন-২৫
বরিশালে চোরাই কয়লাসহ ১২ চোরাকারবারি আটক
কক্সবাজারে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ কারিগর আটক
গোবিন্দগঞ্জে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত
বান্দরবানে ৭৫০ নেতাকর্মীকে বিএনপি প্রার্থী সাচিং প্রু’র সম্মাননা
১০