সম্মিলিত প্রতিরক্ষা অঙ্গীকারে যুক্তরাষ্ট্র ‘সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ’ : ন্যাটো প্রধান

বাসস
প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১৫:৪৮

ঢাকা, ২৫ জুন, ২০২৫ (বাসস) : ন্যাটো মহাসচিব মার্ক রুট বুধবার বলেছেন, জোটের পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে যুক্তরাষ্ট্র ‘সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ’।

ন্যাটো চুক্তিতে পারস্পরিক প্রতিরক্ষা সংক্রান্ত পঞ্চম অনুচ্ছেদ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্দেহ প্রকাশের পর তিনি এ কথা বলেন।

দ্য হেগ থেকে এএফপি জানায়, রুট জোট নেতাদের শীর্ষ সম্মেলনের আগে সাংবাদিকদের বলেন, আমার কাছে, এটা স্পষ্ট যুক্তরাষ্ট্র ন্যাটোর প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ এবং পঞ্চম অনুচ্ছেদের  প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।

ন্যাটোর শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার প্রাক্কালে সংস্থাটির প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তির পঞ্চম অনুচ্ছেদের একাংশের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হতে অস্বীকৃতি জানান ট্রাম্প। মৌলিক চুক্তির ওই অংশে  ‘এক সদস্যের ওপর আক্রমণ সকলের ওপর আক্রমণ’ বলে গণ্য করা হয়েছে।

পঞ্চম অনুচ্ছেদের অনেক ধরনের সংজ্ঞা রয়েছে উল্লেখ করে ট্রাম্প সাংবাদিকদের বলেন, চুক্তির বিষয়টি নিশ্চিতভাবেই ইউরোপীয় মার্কিন মিত্রদের ক্ষুব্ধ করবে। আমি তাদের বন্ধু হতে প্রতিশ্রুতিবদ্ধ।

তবে রুটে বলেন, ইউরোপীয় ও কানাডীয় অংশীদারদের জন্য একটি ‘প্রত্যাশা’ রয়েছে, তারা যেন প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি করে। দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছে, ইউরোপীয় দেশগুলোকে রক্ষা করতে তারা খুব বেশি ব্যয় করছে।

বুধবার ন্যাটো মিত্ররা মূল প্রতিরক্ষা ব্যয়ে জিডিপির ৩.৫ শতাংশ ব্যয় করার প্রতিশ্রুতিতে স্বাক্ষর করবে, যা বর্তমান মার্কিন স্তরের চেয়ে কিছুটা বেশি। সাইবার নিরাপত্তা ও অবকাঠামোর মতো বৃহত্তর সুরক্ষা-সম্পর্কিত ক্ষেত্রগুলোতে আরও ১.৫ শতাংশ ব্যয় করবে।

রুট বলেন, যুক্তরাষ্ট্রের মতোই আমাদের ব্যয় করার বিষয়টির ন্যায্যতা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই হত্যাকাণ্ডের মামলায় পুলিশ কর্মকর্তা সাজ্জাদের জামিন স্থগিত
টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আফগান অভিবাসী বহনকারী বাস দুর্ঘটনায় নিহত ৭৬
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় খুনের দায়ে একব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
ভোলা পৌর শহরে মশক নিধন অব্যাহত থাকায় স্বস্তির নি:শ্বাস ফেলছে পৌরবাসী
শুল্ক নিয়ে ব্রাজিলের ডব্লিউটিও প্রতিনিধিদের সাথে আলোচনায় বসতে রাজি যুক্তরাষ্ট্র
পাকিস্তানে মৌসুমি বৃষ্টিপাতে ২০ জনেরও বেশি মানুষের মৃত্যু 
জুলাইয়ে প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে যুক্তরাজ্যের বার্ষিক মুদ্রাস্ফীতি
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক 
বাঘাইছড়িতে অবৈধ ভারতীয় সিগারেট উদ্ধার
১০