চীনের দক্ষিণাঞ্চলে বন্যায় ৬ জনের মৃত্যু

বাসস
প্রকাশ: ২৬ জুন ২০২৫, ১২:৩৫

ঢাকা, ২৬ জুন, ২০২৫ (বাসস) : চীনের গুইঝো প্রদেশে বন্যায় ছয়জনের মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহে অঞ্চলটির ৮০ হাজারেরও বেশি লোককে তাদের বাড়িঘর থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার পর এ মৃত্যুর ঘটনা ঘটলো।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানিয়েছে। 

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ গুইঝোতে বন্যার কারণে কর্তৃপক্ষ সর্বোচ্চ জরুরি বন্যা মোকাবিলা পরিস্থিতি জারি করেছে। 

প্রাকৃতিক দুর্যোগটির কারণে মঙ্গলবারের মধ্যে প্রায় ৮০ হাজার ৯০০ জনকে অন্যত্র সরিয়ে আনা হয়েছে।
বৃহস্পতিবার রাষ্ট্রীয় সম্প্রচারক সিসিটিভি জানিয়েছে, মঙ্গলবার থেকে গুইঝোর রংজিয়াং কাউন্টিতে ‘ব্যাপক বন্যা’ হয়েছে।

স্থানীয় বন্যা নিয়ন্ত্রণ সদর দপ্তরের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, ‘দুর্ভাগ্যবশত বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ছয় জন প্রাণ হারিয়েছেন।’

রাষ্ট্রীয় সম্প্রচারক সিসিটিভিতে বলা হয়, ‘কাউন্টির অনেক নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং কিছু শহরের অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে যান চলাচলে বিঘ্ন ঘটেছে। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং কিছু লোক আটকা পড়েছে।’ 

এতে আরো বলা হয়, ‘কাউন্টিতে পানির স্তর এখন সতর্কতা সীমার নিচে নেমে গেছে। দুর্যোগ-পরবর্তী উদ্ধার এবং পুনর্গঠনের কাজ চলছে।’

সিনহুয়া বুধবার জানিয়েছে যে, রংজিয়াংয়ের একটি ফুটবল মাঠ তিন মিটার পানির নিচে ডুবে গেছে।

একজন স্থানীয় বাসিন্দা সংবাদ সংস্থাটিকে জানিয়েছে যে, পানিতে আটকা পড়ায়, তাদের বাড়ির তৃতীয় তলা থেকে তাদেরকে উদ্ধার করা হয়েছে।

কর্তৃপক্ষ বছরের এখন পর্যন্ত সবচেয়ে উষ্ণতম দিনটিতে চলতি সপ্তাহে রাজধানী বেইজিংয়ের জন্য দ্বিতীয় সর্বোচ্চ তাপ সতর্কতা জারি করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই হত্যাকাণ্ডের মামলায় পুলিশ কর্মকর্তা সাজ্জাদের জামিন স্থগিত
টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আফগান অভিবাসী বহনকারী বাস দুর্ঘটনায় নিহত ৭৬
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় খুনের দায়ে একব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
ভোলা পৌর শহরে মশক নিধন অব্যাহত থাকায় স্বস্তির নি:শ্বাস ফেলছে পৌরবাসী
শুল্ক নিয়ে ব্রাজিলের ডব্লিউটিও প্রতিনিধিদের সাথে আলোচনায় বসতে রাজি যুক্তরাষ্ট্র
পাকিস্তানে মৌসুমি বৃষ্টিপাতে ২০ জনেরও বেশি মানুষের মৃত্যু 
জুলাইয়ে প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে যুক্তরাজ্যের বার্ষিক মুদ্রাস্ফীতি
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক 
বাঘাইছড়িতে অবৈধ ভারতীয় সিগারেট উদ্ধার
১০