নেতানিয়াহুর দুর্নীতির বিচার বন্ধের আহ্বান ট্রাম্পের

বাসস
প্রকাশ: ২৬ জুন ২০২৫, ১৩:১৭

ঢাকা, ২৬ জুন, ২০২৫ (বাসস) : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিত্র বেঞ্জামিন নেতানিয়াহুর কয়েক বছর ধরে চলমান দুর্নীতির বিচার বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি বুধবার তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে নেতানিয়াহুকে ‘মহাযুদ্ধের সময়কার ইসরাইলি প্রধানমন্ত্রী’ অভিহিত করে তাকে এই বিচার থেকে অব্যাহতি দেওয়ার কথা ব্যক্ত করেছেন।

ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি দীর্ঘ পোস্টে লিখেছেন, ‘যে ব্যক্তি এত কিছু দিয়েছেন তার জন্য এ ধরণের ‘উইচ হান্ট’ মামলা আমার কাছে কল্পনাতীত।’

দুর্নীতিসহ একাধিক ফৌজদারি অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার মুখোমুখি নেতানিয়াহু প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি ‘এইমাত্র জানতে পেরেছেন যে বিবিকে (নেতানিয়াহুর ডাকনাম) সোমবার আদালতে তলব করা হয়েছে।’ 

ট্রাম্প বলেন, ‘বিবি আর আমি একসাথে নরকের মধ্য দিয়ে গেছি, ইসরাইলের এক অত্যন্ত কঠোর ও মেধাবী দীর্ঘস্থায়ী শত্রু ইরানের সাথে লড়াই করেছি, আর পবিত্র ভূমির প্রতি বিবির অবিশ্বাস্য ভালোবাসার চেয়ে ভালো, শক্তিশালী আর কিছু হতে পারে না।’

ট্রাম্প বলেন, ‘নেতানিয়াহুর বিচার অবিলম্বে বাতিল করা উচিত অথবা একজন মহান বীরের প্রতি ক্ষমা করা উচিত।’

গতরাতে যুদ্ধবিরতি ঘোষণা করা সত্ত্বেও ইরানে আক্রমণ করার প্রস্তুতি নেওয়ার জন্য মার্কিন নেতা ইসরাইলকে তীব্র ভাষায় তিরস্কার করার একদিন পরই নেতানিয়াহুর প্রতি ট্রাম্প এমন প্রশংসা করলেন।

ক্ষোভ প্রকাশের কিছুক্ষণ পরে তিনি বলেন, ইসরাইলি বিমানগুলো ‘ঘুরে ফিরে বাড়ি যাবে।’

২০২০ সালের মে মাসে শুরু হওয়ার পর থেকে নেতানিয়াহুর বিচার অনেকবার বিলম্বিত হয়েছে। গাজা যুদ্ধ এবং পরবর্তীতে লেবাননে সংঘাতের কারণে ইসরাইলি নেতা তার বিচার স্থগিতের অনুরোধ করেছিলেন।

প্রথম মামলায়, নেতানিয়াহু ও তার স্ত্রী সারার বিরুদ্ধে রাজনৈতিক সুবিধার বিনিময়ে কোটিপতিদের কাছ থেকে দুই লাখ ৬০ হাজার ডলারেরও বেশি মূল্যের বিলাসবহুল পণ্য যেমন- সিগার, গহনা ও শ্যাম্পেন গ্রহণের অভিযোগ আনা হয়েছে।

অন্য দুটি মামলায় অভিযোগ করা হয়েছে যে নেতানিয়াহু দুটি ইসরাইলি সংবাদমাধ্যমে অধিকতর অনুকূল কভারেজের জন্য আলোচনার চেষ্টা করেছিলেন।

অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন নেতানিয়াহু ।

মঙ্গলবার যুদ্ধবিরতি চুক্তির আগে, ইসরাইল ১২ দিনের যুদ্ধের সময় ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় আঘাত হানে, অন্যদিকে ইরান সর্বকালের সবচেয়ে মারাত্মক সংঘর্ষে তাদের আঞ্চলিক শত্রুর ওপর অবিরাম ক্ষেপণাস্ত্র ছোঁড়ে।

যুক্তরাষ্ট্র তার মিত্রের সমর্থনে লড়াইয়ে যোগ দিয়ে, সপ্তাহের শেষে বিশাল বাঙ্কার-বাস্টার বোমা দিয়ে ইরানের  দুটি পারমাণবিক স্থাপনায় আঘাত করে।

পরে কাতারে একটি মার্কিন ঘাঁটিতে ইরানের প্রতিশোধমূলক হামলার পরপরই যুদ্ধবিরতি ঘোষণা করেন ট্রাম্প। তবে তিনি বলেন, ইরান ‘সম্পূর্ণরূপে পরাজিত হয়েছে এবং এর পূর্বাভাস দেওয়া হয়েছিল।’

ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন, ‘যুক্তরাষ্ট্রই ইসরাইলকে বাঁচিয়েছে, আর এখন বিবি নেতানিয়াহুকেও বাঁচাবে যুক্তরাষ্ট্র।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চুয়াডাঙ্গায় সাহিত্য পরিষদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নাটোরে খালেদা জিয়ার আরোগ্য কামনা করে দোয়া মাহফিল  
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় বিএনপি’র দোয়া ও মোনাজাত
বই-ব্যাগ ছাড়াই স্কুলে ফিরছে গাজার শিশুরা
বিএনপির আরও ৯ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
রোববার শুরু হচ্ছে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন ‘বসকন-২৫
বরিশালে চোরাই কয়লাসহ ১২ চোরাকারবারি আটক
কক্সবাজারে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ কারিগর আটক
গোবিন্দগঞ্জে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত
বান্দরবানে ৭৫০ নেতাকর্মীকে বিএনপি প্রার্থী সাচিং প্রু’র সম্মাননা
১০