১৪৬ মিলিয়ন ডলারের স্টক প্রতারণায় ভিয়েতনামী ধনকুবেরের কারাদণ্ড কমালো আদালত

বাসস
প্রকাশ: ২৬ জুন ২০২৫, ১৬:১০

ঢাকা, ২৬ জুন, ২০২৫ (বাসস) : ভিয়েতনামের একটি আপিল আদালত বৃহস্পতিবার ১৪৬ মিলিয়ন ডলারের জালিয়াতি ও শেয়ারবাজার কারসাজির মামলায় সাবেক এক রিয়েল এস্টেট ও বিমান ব্যবসায়ীর কারাদণ্ড ২১ বছর থেকে কমিয়ে ৭ বছরে নামিয়ে এনেছে। 

এটি ছিল ১৪৬ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের প্রতারণা ও শেয়ারবাজারে কারসাজির মামলার আপিলের রায়। 

আপিল আদালত জানিয়েছে, তারা ভিয়েতনামী ধনকুবের ত্রিন ভ্যান কুয়েতের শাস্তি কমানোর জন্য ক্ষতিগ্রস্ত ব্যক্তি, এফএলসি কর্মচারী, কিছু সংগঠন ও স্থানীয় কর্তৃপক্ষ থেকে প্রায় ৫ হাজার চিঠি পেয়েছে।

হ্যানয় থেকে এএফপি জানায়, ধনকুবের ত্রিন ভ্যান কুয়েত বিলাসবহুল রিসোর্ট, গলফ কোর্স ও স্বল্পমূল্যের বিমান সংস্থা ব্যাম্বু এয়ারওয়েজসহ এফএলসি সাম্রাজ্যের মালিক ছিলেন। 

তাকে বিচার শেষে গত আগস্টে দীর্ঘ ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। জালিয়াতি, শেয়ারবাজারে কারসাজি, ক্ষমতার অপব্যবহার ও ভুল শেয়ারবাজার তথ্য প্রকাশের অভিযোগে কুয়েত ও তার দুই বোনসহ মোট ৫০ জন দণ্ডিত হন। 

দণ্ডিতদের মধ্যে চার জন শেয়ারবাজার কর্মকর্তা রয়েছেন।

হ্যানয়তে দশ দিনব্যাপী শুনানির পর আপিল আদালত কুয়েতের শেয়ারবাজার কারসাজির জন্য হওয়া তিন বছরের সাজা বাতিল করে এবং জালিয়াতির জন্য দেওয়া ১৮ বছরের সাজা কমিয়ে সাত বছর করেছে।  বৃহস্পতিবার আপিল আদালত অন্যান্য কয়েকজন অভিযুক্তেরও কারাদণ্ড কমিয়ে দিয়েছে। 

সাজা হ্রাসের এই রায় এমন এক সময় আসলো, যখন ধনকুবেরের পরিবার ক্ষতিপূরণ হিসেবে প্রায় ৯৬ মিলিয়ন ডলার প্রদান করেছে।

আগস্ট মাসে দায়ের করা অভিযোগপত্র অনুযায়ী কুয়েত বেশ কয়েকটি শেয়ারবাজার ব্রোকারেজ প্রতিষ্ঠা করেছিলেন ও শেয়ার ব্যবসার জন্য পরিবারের কয়েক ডজন সদস্যকে নিবন্ধন করেছিলেন।

পুলিশ জানিয়েছে, শেয়ার কেনার অর্ডার শত শত ট্রেডিং সেশনে দেওয়া হত, যা শেয়ারের মূল্য বাড়িয়ে তোলে। তবে সেগুলো মিল হওয়ার আগেই বাতিল করে দেওয়া হত। 

আদালত বলেছে, এই প্রতারণার ফলে প্রায় ২৫ হাজার ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছেন। কুয়েত ২০১৭ সাল থেকে ২০২২ সালের মধ্যে অবৈধভাবে ১৪৬ মিলিয়নের বেশি ডলার হাতিয়েছেন।

এই মামলা ভিয়েতনামে চলমান দুর্নীতি বিরোধী অভিযানের অংশ, যেখানে গত কয়েক বছরে অসংখ্য কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা আইনের মুখোমুখি হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই হত্যাকাণ্ডের মামলায় পুলিশ কর্মকর্তা সাজ্জাদের জামিন স্থগিত
টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আফগান অভিবাসী বহনকারী বাস দুর্ঘটনায় নিহত ৭৬
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় খুনের দায়ে একব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
ভোলা পৌর শহরে মশক নিধন অব্যাহত থাকায় স্বস্তির নি:শ্বাস ফেলছে পৌরবাসী
শুল্ক নিয়ে ব্রাজিলের ডব্লিউটিও প্রতিনিধিদের সাথে আলোচনায় বসতে রাজি যুক্তরাষ্ট্র
পাকিস্তানে মৌসুমি বৃষ্টিপাতে ২০ জনেরও বেশি মানুষের মৃত্যু 
জুলাইয়ে প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে যুক্তরাজ্যের বার্ষিক মুদ্রাস্ফীতি
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক 
বাঘাইছড়িতে অবৈধ ভারতীয় সিগারেট উদ্ধার
১০