ফ্রান্সে প্রচণ্ড ঝড়ে শিশুসহ ২জনের প্রাণহানি

বাসস
প্রকাশ: ২৬ জুন ২০২৫, ১৬:৪১

ঢাকা, ২৬ জুন, ২০২৫ (বাসস) : ফ্রান্সে রাতভর আঘাত হানা প্রচণ্ড ঝড়ে এক শিশুসহ দুইজনের প্রাণহানি হয়েছে। 

দেশটির জরুরি পরিষেবা বৃহস্পতিবার এ তথ্য জানায়।

প্যারিস থেকে এএফপি জানায়, ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ঝড়ে একটি গাছ ভেঙে পড়ার সময় চাপা পড়ে ১২ বছর বয়সী এক বালকের মৃত্যু হয়েছে। ঝড়ের কবলে আরেকটি গাছের সাথে সংঘর্ষে এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে।

ফ্রান্সের জরুরি পরিষেবা জানায়, বুধবার দিনের শেষে প্রবল বৃষ্টিপাতের ফলে আরও ১৭ জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

রাজধানী প্যারিসের সাক্রে ক্যর গির্জার ওপর বিদ্যুৎ চমকাতে দেখা যায়। এ সময় আকাশ ধারণ করে এক রহস্যময় হলুদ রঙ। প্রবল বাতাসে পথচারীরা আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করতে থাকেন। এছাড়া পার্লামেন্টের নিম্নকক্ষের ছাদ চুঁইয়ে পানি ঢুকে পড়ে। ফলে মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে আলোচনায় বিঘ্ন ঘটে। 

ফ্রান্সজুড়ে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে এক ভয়াবহ তাপদাহের পর এ ঝড় শুরু হয়। এতে ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি গতির বাতাস বইতে শুরু কওে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

জরুরি পরিষেবা জানায়, বৃহস্পতিবার প্রায় এক লাখ বাড়ি বিদ্যুৎবিহীন রয়েছে। ফ্রান্সের মধ্যাঞ্চলে বিদ্যুৎ বিচ্ছিন্নতা হয়ে পড়েছে । গাছপালা পড়ে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে, অবকাঠামো ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জলাবদ্ধতা ও বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে।

দেশটিতে চলতি সপ্তাহের শেষে ও আগামী সপ্তাহের শুরুতে আরও তীব্র তাপদাহের আশঙ্কা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই হত্যাকাণ্ডের মামলায় পুলিশ কর্মকর্তা সাজ্জাদের জামিন স্থগিত
টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আফগান অভিবাসী বহনকারী বাস দুর্ঘটনায় নিহত ৭৬
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় খুনের দায়ে একব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
ভোলা পৌর শহরে মশক নিধন অব্যাহত থাকায় স্বস্তির নি:শ্বাস ফেলছে পৌরবাসী
শুল্ক নিয়ে ব্রাজিলের ডব্লিউটিও প্রতিনিধিদের সাথে আলোচনায় বসতে রাজি যুক্তরাষ্ট্র
পাকিস্তানে মৌসুমি বৃষ্টিপাতে ২০ জনেরও বেশি মানুষের মৃত্যু 
জুলাইয়ে প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে যুক্তরাজ্যের বার্ষিক মুদ্রাস্ফীতি
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক 
বাঘাইছড়িতে অবৈধ ভারতীয় সিগারেট উদ্ধার
১০