চীনের শাওমির এসইউভি প্রি-অর্ডার ৩ লাখ ছুঁই ছুঁই

বাসস
প্রকাশ: ২৭ জুন ২০২৫, ১৬:১১

ঢাকা, ২৭ জুন, ২০২৫ (বাসস) : চীনের ইলেকট্রিক গাড়ি নির্মাতা শাওমি তাদের প্রথম স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল (এসইউভি) বাজারে ছাড়ার এক ঘণ্টার মধ্যে প্রায় ৩ লাখ প্রি-অর্ডার পেয়েছে। 

বেইজিং থেকে এএফপি জানায়, কোম্পানিটি একে ‘চীনা অটোমোবাইল শিল্পে এক অলৌকিক মুহূর্ত বলে আখ্যায়িত করেছে। 

ইলেকট্রনিক্স থেকে গাড়ি নির্মাণে আসা শাওমির প্রতিষ্ঠাতা ও সিইও লেই জুন বলেন,  গ্রাহকদের এমন উন্মাদনায় তিনি বিস্মিত। 

বৃহস্পতিবার রাতে গাড়িটির উদ্বোধনের পর প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেন লেই জুন বলেন, হে ঈশ্বর! মাত্র দুই মিনিটে আমরা ১ লাখ ৯৬ হাজারটি পেইড প্রি-অর্ডার এবং ১ লাখ ২৮ হাজারটি লক-ইন অর্ডার পেয়েছি।

তিনি আরও বলেন, আমরা হয়তো চীনের গাড়ি শিল্পে এক অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করছি।

কোম্পানির ইভি বিভাগ জানায়, তাদের পাঁচ আসনের ওয়াইইউ ৭ মডেলের (মূল্য ২,৫৩,৫০০ ইউয়ান বা প্রায় ৩৫,০০০ মার্কিন ডলার থেকে শুরু) প্রথম ঘণ্টার মধ্যেই মোট ২ লাখ ৮৯ হাজারটি প্রি-অর্ডার হয়েছে।

এই অর্ডারের হারে হংকং শেয়ার বাজারে শাওমির শেয়ার ৮ শতাংশ বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছায়।

বেইজিং-ভিত্তিক প্রযুক্তি জায়ান্ট শাওমি গত বছর ওয়াইইউ৭ ইভি মডেল দিয়ে গাড়ি শিল্পে প্রবেশ করে, যা ছিল দেশের অভ্যন্তরীণ ভোগ বৃদ্ধির অংশ হিসেবে শিল্পের সামগ্রিক প্রচেষ্টার একটি অংশ।

তবে চলতি বছরের মার্চে একটি শাওমি ঝট৭ মডেল দুর্ঘটনায় পড়ে তিন শিক্ষার্থীর মৃত্যু হলে ‘স্মার্ট ড্রাইভিং’ প্রযুক্তি নিয়ে প্রাথমিক উচ্ছ্বাসে ভাটা পড়ে। গাড়িটি দুর্ঘটনার আগে সহায়ক ড্রাইভিং মুডে ছিল।

চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং এই সপ্তাহে তিয়ানজিনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বলেন, চীন  একটি বড় ভোক্তা শক্তিতে পরিণত হতে চায় এবং ইলেকট্রিক গাড়ির মতো উচ্চমূল্যের পণ্যের চাহিদা বাড়াতে সরকারের বিভিন্ন উদ্দীপনা গ্রহণ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাম্পকে সর্বোচ্চ নাগরিক সম্মাননা প্রদান করবে ইসরাইল
রাঙ্গামাটিতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
ঝালকাঠিতে দুদকের গণশুনানি, শতাধিক অভিযোগ
ঝিনাইদহে সাপের কামড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
দুর্যোগ প্রশমন দিবসে রাজবাড়ীতে র‌্যালি ও সভা
সারাদেশে দিন-রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা
ঘানার নৌকাডুবিতে ১৫ জন নিহত
সোশ্যাল মিডিয়ার উপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা শিশুদের নিরাপদ রাখবে না বলে সতর্ক করেছে ইউটিউব
নানা আয়োজনে চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
১০