নিউইয়র্কের মেয়র নির্বাচনে ফের প্রার্থী অ্যাডামস, প্রতিপক্ষ ডেমোক্র্যাট মামদানি

বাসস
প্রকাশ: ২৭ জুন ২০২৫, ১৯:১১

ঢাকা, ২৭ জুন, ২০২৫ (বাসস) : নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তার পুনঃনির্বাচনী প্রচারণা শুরু করেছেন। একথা জানিয়ে তিনি তার সম্ভাব্য ডেমোক্র্যাট প্রতিপক্ষ জোহরান মামদানিকে সরাসরি আক্রমণ করেছেন।

নিউইয়র্ক থেকে এএফপি জানায়, সিটি হলের সামনে সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘একদিকে একজন নীল কলার পরা প্রার্থী, আরেকদিকে স্যুট পরা রূপার চামচ মুখে নিয়ে বড় হওয়া একজন।’ অ্যাডামস ২০২১ সালে ডেমোক্র্যাট হিসেবে নির্বাচিত হলেও এবার তিনি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন।

৬৪ বছর বয়সী অ্যাডামসের প্রতিপক্ষ ৩৩ বছর বয়সী মামদানি, যিনি নিজেকে ‘সমাজতান্ত্রিক’ বলে পরিচয় দেন। মঙ্গলবার তিনি অভাবনীয়ভাবে ডেমোক্র্যাটিক পার্টির প্রাইমারিতে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমোকে হারান।

মামদানির বিজয় এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষিত  না হলেও অ্যাডামস ইতোমধ্যেই তাকে ‘ফাঁকা আদর্শে ভরপুর’ এবং ‘সবার জন্য বিনামূল্যে সবকিছু দেওয়ার অবাস্তব প্রতিশ্রুতি দেওয়া’ এক ‘আদর্শবাদী’রূপে আক্রমণ করছেন।

তিনি বলেন, ‘ওদের একটা টুইটার রেকর্ড আছে। আমার আছে রাস্তায় কাজের রেকর্ড। আমি সমস্যার কথা বলি না, সমাধান করি। সোপবক্সে দাঁড়িয়ে এই শহর চালানো যায় না।’

মামদানির অপ্রত্যাশিত বিজয় মার্কিন রাজনীতিতে এক প্রকার বজ্রপাত সৃষ্টি করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সহযোগীরা মামদানিকে ‘উগ্রপন্থী’ বলে অভিহিত করে সমালোচনায় মুখর হয়েছেন।

এমন অভিযোগের জবাবে মামদানি বৃহস্পতিবার বলেন, তিনি এই নির্বাচনী লড়াইয়ে নেমেছেন ‘মেয়র অ্যাডামসের দুর্নীতি ও জীবনযাত্রার ব্যয় অস্বস্তিকর করে তোলার’ বিরুদ্ধে।

তিনি বলেন, ‘নিউইয়র্কবাসী আজ খরচের চাপে দমবন্ধ অবস্থায় আছে, আর এই মেয়র প্রতিটি সুযোগেই সেই চাপ বাড়িয়ে তুলেছেন। একই সঙ্গে ট্রাম্প প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে এই শহরকে ছিন্নভিন্ন করেছেন।’

মামদানি প্রতিশ্রুতি দিয়েছেন, ‘এই দুর্নীতি, অযোগ্যতা ও শ্রমজীবী নিউইয়র্কবাসীকে অবহেলার যুগের অবসান ঘটাব।’

এরিক অ্যাডামস আগে বেশ কয়েকটি বড় ধরনের দুর্নীতির অভিযোগের মুখে পড়েছিলেন, তবে ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে ক্ষমতায় আসার পর মার্কিন বিচার বিভাগ সেই অভিযোগ তুলে নেয়। 

নিউইয়র্কের বহু অধিবাসী অ্যাডামসকে দোষারোপ করছেন। অভিযোগ রয়েছে, তিনি ট্রাম্প প্রশাসনকে অভিবাসী ধরপাকড়ের সুযোগ করে দেন, তার বিনিময়ে নিজের বিরুদ্ধে দায়েরকৃত মামলা থেকে রেহাই পান।

বর্তমানে নির্বাচনী জনমত জরিপে দেখা যাচ্ছে, মামদানি অ্যাডামস ও রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়ার চেয়ে এগিয়ে রয়েছেন।

যদিও প্রাইমারিতে হেরে গেছেন, সাবেক গভর্নর কুয়োমো এখনও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে নামার সম্ভাবনা খতিয়ে দেখছেন, যা এই নির্বাচনের হিসাব আরও জটিল করে তুলতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই হত্যাকাণ্ডের মামলায় পুলিশ কর্মকর্তা সাজ্জাদের জামিন স্থগিত
টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আফগান অভিবাসী বহনকারী বাস দুর্ঘটনায় নিহত ৭৬
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় খুনের দায়ে একব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
ভোলা পৌর শহরে মশক নিধন অব্যাহত থাকায় স্বস্তির নি:শ্বাস ফেলছে পৌরবাসী
শুল্ক নিয়ে ব্রাজিলের ডব্লিউটিও প্রতিনিধিদের সাথে আলোচনায় বসতে রাজি যুক্তরাষ্ট্র
পাকিস্তানে মৌসুমি বৃষ্টিপাতে ২০ জনেরও বেশি মানুষের মৃত্যু 
জুলাইয়ে প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে যুক্তরাজ্যের বার্ষিক মুদ্রাস্ফীতি
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক 
বাঘাইছড়িতে অবৈধ ভারতীয় সিগারেট উদ্ধার
১০