ওদেসায় রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২, আহত ১৪

বাসস
প্রকাশ: ২৮ জুন ২০২৫, ১৫:০৯

ঢাকা, ২৮ জুন, ২০২৫ (বাসস) : ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ওদেসায় রাশিয়ার ড্রোন হামলায় দুই জন নিহত ও শিশুসহ ১৪ জন আহত হয়েছে। 

স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এ তথ্য জানিয়েছে।

কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, মস্কো ইউক্রেনের ওপর তার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে। তিন বছরের সংঘাতের অবসান ঘটাতে মার্কিন যুক্তরাষ্ট্র যে শান্তি আলোচনা শুরু করেছিল, তা বর্তমানে স্থগিত হয়ে গেছে।

ওদেসার গভর্নর ওলেগ কিপার টেলিগ্রামে বলেছেন, ‘ উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে একটি আবাসিক ভবনে শত্রুতাপূর্ণ ড্রোন হামলায় নিহত দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে।’

কিপার আরও বলেন, রাতের হামলায় তিন জন শিশুসহ ১৪ জন আহত হয়েছে।

ইউক্রেনের দক্ষিণে খেরসন অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে, গত দিনে রাশিয়ার হামলায় একজন নিহত ও অপর তিনজন আহত হয়েছে।

খেরসনের গভর্নর ওলেকসান্ডার প্রোকুদিন শনিবার ভোরে টেলিগ্রামে বলেছেন, ‘রাশিয়ান সৈন্যরা এই অঞ্চলের গুরুত্বপূর্ণ ও সামাজিক অবকাঠামো এবং আবাসিক এলাকাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে।’
রাশিয়ার হামলায় কয়েক হাজার মানুষ নিহত হয়েছে, লাখ লাখ লোক তাদের ঘরবাড়ি ছেড়ে চলে গেছে ও পূর্ব ইউক্রেনের বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে গেছে।

শান্তি আলোচনায়, রাশিয়া ইউক্রেনকে আরও বেশি জমি ছেড়ে দেওয়ার ও শান্তির পূর্বশর্ত হিসেবে পশ্চিমা সামরিক সহায়তা ত্যাগ করার দাবি জানিয়েছে। 

তবে কিয়েভ এসব দাবিকে অগ্রহণযোগ্য বলেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চুয়াডাঙ্গায় সাহিত্য পরিষদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নাটোরে খালেদা জিয়ার আরোগ্য কামনা করে দোয়া মাহফিল  
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় বিএনপি’র দোয়া ও মোনাজাত
বই-ব্যাগ ছাড়াই স্কুলে ফিরছে গাজার শিশুরা
বিএনপির আরও ৯ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
রোববার শুরু হচ্ছে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন ‘বসকন-২৫
বরিশালে চোরাই কয়লাসহ ১২ চোরাকারবারি আটক
কক্সবাজারে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ কারিগর আটক
গোবিন্দগঞ্জে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত
বান্দরবানে ৭৫০ নেতাকর্মীকে বিএনপি প্রার্থী সাচিং প্রু’র সম্মাননা
১০