ওদেসায় রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২, আহত ১৪

বাসস
প্রকাশ: ২৮ জুন ২০২৫, ১৫:০৯

ঢাকা, ২৮ জুন, ২০২৫ (বাসস) : ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ওদেসায় রাশিয়ার ড্রোন হামলায় দুই জন নিহত ও শিশুসহ ১৪ জন আহত হয়েছে। 

স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এ তথ্য জানিয়েছে।

কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, মস্কো ইউক্রেনের ওপর তার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে। তিন বছরের সংঘাতের অবসান ঘটাতে মার্কিন যুক্তরাষ্ট্র যে শান্তি আলোচনা শুরু করেছিল, তা বর্তমানে স্থগিত হয়ে গেছে।

ওদেসার গভর্নর ওলেগ কিপার টেলিগ্রামে বলেছেন, ‘ উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে একটি আবাসিক ভবনে শত্রুতাপূর্ণ ড্রোন হামলায় নিহত দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে।’

কিপার আরও বলেন, রাতের হামলায় তিন জন শিশুসহ ১৪ জন আহত হয়েছে।

ইউক্রেনের দক্ষিণে খেরসন অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে, গত দিনে রাশিয়ার হামলায় একজন নিহত ও অপর তিনজন আহত হয়েছে।

খেরসনের গভর্নর ওলেকসান্ডার প্রোকুদিন শনিবার ভোরে টেলিগ্রামে বলেছেন, ‘রাশিয়ান সৈন্যরা এই অঞ্চলের গুরুত্বপূর্ণ ও সামাজিক অবকাঠামো এবং আবাসিক এলাকাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে।’
রাশিয়ার হামলায় কয়েক হাজার মানুষ নিহত হয়েছে, লাখ লাখ লোক তাদের ঘরবাড়ি ছেড়ে চলে গেছে ও পূর্ব ইউক্রেনের বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে গেছে।

শান্তি আলোচনায়, রাশিয়া ইউক্রেনকে আরও বেশি জমি ছেড়ে দেওয়ার ও শান্তির পূর্বশর্ত হিসেবে পশ্চিমা সামরিক সহায়তা ত্যাগ করার দাবি জানিয়েছে। 

তবে কিয়েভ এসব দাবিকে অগ্রহণযোগ্য বলেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে আইএফএডি প্রেসিডেন্টের সাক্ষাৎ
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
১০