ওদেসায় রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২, আহত ১৪

বাসস
প্রকাশ: ২৮ জুন ২০২৫, ১৫:০৯

ঢাকা, ২৮ জুন, ২০২৫ (বাসস) : ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ওদেসায় রাশিয়ার ড্রোন হামলায় দুই জন নিহত ও শিশুসহ ১৪ জন আহত হয়েছে। 

স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এ তথ্য জানিয়েছে।

কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, মস্কো ইউক্রেনের ওপর তার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে। তিন বছরের সংঘাতের অবসান ঘটাতে মার্কিন যুক্তরাষ্ট্র যে শান্তি আলোচনা শুরু করেছিল, তা বর্তমানে স্থগিত হয়ে গেছে।

ওদেসার গভর্নর ওলেগ কিপার টেলিগ্রামে বলেছেন, ‘ উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে একটি আবাসিক ভবনে শত্রুতাপূর্ণ ড্রোন হামলায় নিহত দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে।’

কিপার আরও বলেন, রাতের হামলায় তিন জন শিশুসহ ১৪ জন আহত হয়েছে।

ইউক্রেনের দক্ষিণে খেরসন অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে, গত দিনে রাশিয়ার হামলায় একজন নিহত ও অপর তিনজন আহত হয়েছে।

খেরসনের গভর্নর ওলেকসান্ডার প্রোকুদিন শনিবার ভোরে টেলিগ্রামে বলেছেন, ‘রাশিয়ান সৈন্যরা এই অঞ্চলের গুরুত্বপূর্ণ ও সামাজিক অবকাঠামো এবং আবাসিক এলাকাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে।’
রাশিয়ার হামলায় কয়েক হাজার মানুষ নিহত হয়েছে, লাখ লাখ লোক তাদের ঘরবাড়ি ছেড়ে চলে গেছে ও পূর্ব ইউক্রেনের বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে গেছে।

শান্তি আলোচনায়, রাশিয়া ইউক্রেনকে আরও বেশি জমি ছেড়ে দেওয়ার ও শান্তির পূর্বশর্ত হিসেবে পশ্চিমা সামরিক সহায়তা ত্যাগ করার দাবি জানিয়েছে। 

তবে কিয়েভ এসব দাবিকে অগ্রহণযোগ্য বলেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার যোগদান
নাইজেরিয়ায় নৌকাডুবিতে '৪০ জনেরও বেশি নিখোঁজ'
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট অভিযান
চুয়াডাঙ্গায় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও সভা
অবৈধ কর্মী ছাঁটাইয়ের জন্য কোয়ান্টাসকে ৫৯ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা
ভারতে এক নারী হত্যার ভিডিও কক্সবাজারের বলে অপপ্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট
শিবচরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ইমামের মৃত্যু
ট্রাম্পের সাথে আলোচনার জন্য ওয়াশিংটনে জেলেনস্কি
দীর্ঘ প্রতীক্ষা শেষে ২০ আগস্ট চালু হচ্ছে তৃতীয় তিস্তা সড়ক সেতু
শাহজালাল বিমানবন্দরে ৮৮৭.৫০ গ্রাম স্বর্ণ উদ্ধার, আটক ৩
১০