গাজায় খাদ্য বিতরণকে নিরাপদ করতে ফ্রান্সের সাহায্যের প্রস্তাব 

বাসস
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ১১:৩৫

ঢাকা, ২৯ জুন, ২০২৫ (বাসস) : ফ্রান্সের পাশাপাশি  ইউরোপও, ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় খাদ্য বিতরণের নিরাপত্তায় অবদান রাখতে প্রস্তুত রয়েছে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট শনিবার এ কথা বলেন। 

তিনি আরও বলেন, এই ধরনের উদ্যোগ হামাসের মতো সশস্ত্র গোষ্ঠীগুলো সাহায্য পাচ্ছে এমন ইসরাইলি উদ্বেগেরও সমাধান করবে।

প্যারিস থেকে এএফপি  জানায়, ইসরাইল-সমর্থিত খাদ্য বিতরণ কেন্দ্রগুলোয় বেসামরিক নাগরিকদের মৃত্যুর সংখ্যা বৃদ্ধির সমালোচনার প্রেক্ষিতে তিনি এ কথা বলেন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজায় খাদ্য বিতরণে ৫০০ জন প্রাণ হারিয়েছে। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যারোট।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শুক্রবার বামপন্থী দৈনিক হারেৎজে প্রকাশিত একটি প্রতিবেদনকে ‘ব্লাড লাইবেল (ইহুদি বিরোধী ধর্মীয় হত্যার কুৎসা)’ বলে নিন্দা করেছেন, যেখানে অভিযোগ করা হয়েছে যে সামরিক কমান্ডাররা গাজায় মানবিক সাহায্যের জন্য ফিলিস্তিনিদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছে।

সাহায্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ) শুক্রবার গাজায় ইসরাইল ও মার্কিন সমর্থিত খাদ্য বিতরণ প্রচেষ্টাকে ‘মানবিক সাহায্যের ছদ্মবেশে হত্যা’ বলে নিন্দা করেছে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস শুক্রবার বলেন, খাদ্যের সন্ধানে থাকা গাজায় ক্ষুধার্ত মানুষের ‘মৃত্যুদণ্ড’ দেওয়া উচিত নয়।

হামাস নিয়ন্ত্রিত অঞ্চল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মে মাসের শেষের দিক থেকে, দুর্লভ সরবরাহের সন্ধানে পাঁচ শতাধিক মানুষ সাহায্য কেন্দ্রের কাছে নিহত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার যোগদান
নাইজেরিয়ায় নৌকাডুবিতে '৪০ জনেরও বেশি নিখোঁজ'
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট অভিযান
চুয়াডাঙ্গায় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও সভা
অবৈধ কর্মী ছাঁটাইয়ের জন্য কোয়ান্টাসকে ৫৯ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা
ভারতে এক নারী হত্যার ভিডিও কক্সবাজারের বলে অপপ্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট
শিবচরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ইমামের মৃত্যু
ট্রাম্পের সাথে আলোচনার জন্য ওয়াশিংটনে জেলেনস্কি
দীর্ঘ প্রতীক্ষা শেষে ২০ আগস্ট চালু হচ্ছে তৃতীয় তিস্তা সড়ক সেতু
শাহজালাল বিমানবন্দরে ৮৮৭.৫০ গ্রাম স্বর্ণ উদ্ধার, আটক ৩
১০