পাকিস্তানে ৫.৩ মাত্রার ভূমিকম্প

বাসস
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ১২:০০

ঢাকা, ২৯ জুন, ২০২৫ (বাসস) : রোববার সকালে পাকিস্তানে মধ্যাঞ্চলে মৃদু ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩। 

ইসলামাবাদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৩টা ৩০ মিনিটে (২২৩০ জিএমটি) ভূমিকম্পটি আঘাত হানে। 

ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পাকিস্তানের পার্বত্য বেলুচিস্তান প্রদেশের বরখান শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার (৩৭ মাইল) উত্তর-উত্তরপূর্বে। 

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি থেকে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

পাকিস্তান সীমান্তের পাশে অবস্থিত ভারতীয় এবং ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের সীমান্তে অবস্থিত। ফলে, এটি দেশটিকে ভূমিকম্পের ঝুঁকিতে থাকে।

সংকটকালীন পরিস্থিতিতে এই অঞ্চলটিতে চলাচল করা কঠিন হতে পারে। 

এর আগে ২০১৫ সালে পাকিস্তান ও আফগানিস্তানে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে প্রায় ৪শ’ জন নিহত হয়।

এছাড়া ২০০৫ সালে দেশটিতে ৭ দশমিক ৬ মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এতে ৭৩ হাজারের বেশি মানুষ নিহত হয় এবং প্রায় ৩৫ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়ে।

পাকিস্তানের বৃহত্তম বেলুচিস্তান প্রদেশে ২০২১ সালে একটি ভূমিকম্পে কমপক্ষে ২০ জন নিহত এবং ১০ জনেরও বেশি মানুষ আহত হয়। ভূমিধসের কারণে প্রত্যন্ত পাহাড়ি জেলা হারনাইতে প্রাথমিক উদ্ধার প্রচেষ্টা ব্যাহত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চুয়াডাঙ্গায় সাহিত্য পরিষদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নাটোরে খালেদা জিয়ার আরোগ্য কামনা করে দোয়া মাহফিল  
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় বিএনপি’র দোয়া ও মোনাজাত
বই-ব্যাগ ছাড়াই স্কুলে ফিরছে গাজার শিশুরা
বিএনপির আরও ৯ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
রোববার শুরু হচ্ছে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন ‘বসকন-২৫
বরিশালে চোরাই কয়লাসহ ১২ চোরাকারবারি আটক
কক্সবাজারে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ কারিগর আটক
গোবিন্দগঞ্জে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত
বান্দরবানে ৭৫০ নেতাকর্মীকে বিএনপি প্রার্থী সাচিং প্রু’র সম্মাননা
১০