সেপ্টেম্বরে যুক্তরাজ্য সফর করবেন ট্রাম্প

বাসস
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১১:৩১

ঢাকা, ১৪ জুলাই, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সেপ্টেম্বরে যুক্তরাজ্য সফর করবেন বলে আশা করা হচ্ছে। যুক্তরাজ্যে দ্বিতীয় রাষ্ট্রীয় সফরের জন্য রাজা চার্লস তৃতীয়ের আমন্ত্রণ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন ট্রাম্প। বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

যুক্তরাজ্য থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সেপ্টেম্বরের ১৭ থেকে ১৯ তারিখ পর্যন্ত তিনদিনব্যাপী এই সফরে ট্রাম্পের সঙ্গে থাকবেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। রাজা তৃতীয় চার্লস এবং রানী ক্যামিলা উইন্ডসর ক্যাসেলে তাকে স্বাগত জানাবেন।

চার্লসের একটি ব্যক্তিগত চিঠির মাধ্যমে ট্রাম্পকে আমন্ত্রণ জানানো হয়েছে। চিঠিটি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গত ফেব্রুয়ারিতে ওয়াশিংটন সফরের সময় ট্রাম্পকে দিয়েছিলেন।

এর আগে ২০১৯ সালে প্রেসিডেন্ট হিসেবে প্রথম দফায় যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে এসেছিলেন ট্রাম্প, তখন তাঁকে স্বাগত জানিয়েছিলেন প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ।

গত ফেব্রুয়ারিতে স্টারমার তাকে চিঠিটি দেওয়ার পর ট্রাম্প এই আমন্ত্রণকে ‘অসাধারণ সম্মান’ বলে অভিহিত করেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কৃতি উপদেষ্টা চিকিৎসাধীন : নির্ভরযোগ্য সূত্র ছাড়া বিভ্রান্ত না হবার অনুরোধ
জাতীয় মৎস্য পদক ২০২৫ পাচ্ছেন ১৬ ব্যক্তি ও প্রতিষ্ঠান
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন নিয়ে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন
স্থায়ী ক্যাম্পাসের অনুমোদনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে উল্লাস  
ট্রাইব্যুনালে হাসিনার মামলায় সাক্ষ্যগ্রহণ অক্টোবরে শেষের আশা প্রসিকিউশনের
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতা-কর্মীকে গ্রেফতার 
ডা. নিতাই হত্যা : ৫ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড ৫
সঠিক ভূমি ব্যবস্থাপনা দেশ ও জাতির জন্য অতিব গুরুত্বপূর্ণ: সিনিয়র সচিব
লালমনিরহাটে বন্যা দুর্গতদের মধ্যে বিএনপি’র ত্রাণ বিতরণ
ধানমন্ডি ৩২ থেকে রিকশাচালককে গ্রেফতারের বিষয়ে সরকারের বিবৃতি
১০