দুর্নীতির অভিযোগে দক্ষিণ আফ্রিকার পুলিশ মন্ত্রী বরখাস্ত

বাসস
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১৪:১৯

ঢাকা, ১৪ জুলাই, ২০২৫ (বাসস) : দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা রোববার তার পুলিশ মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে ‘তাৎক্ষণিকভাবে’ বরখাস্ত করেছেন। প্রাদেশিক পুলিশ প্রধানের অভিযোগের এক সপ্তাহ পর দেশটির প্রেসিডেন্ট এ সিদ্বান্ত নিলেন।

জোহানেসবার্গ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

দুর্নীতির মুখোমুখি দেশটিতে, সাধারণ নির্বাচনের পর এক বছর আগে পুলিশ মন্ত্রী হয়েছিলেন সেনজো মাচুনু। 

তার ভাগ্য নিয়ে এক সপ্তাহ ধরে জল্পনা-কল্পনার পর রোববার দেশটির প্রেসিডেন্টের ঘোষণা অত্যন্ত প্রত্যাশিত ছিল।

রোববার টেলিভিশনে দেওয়া ভাষণে রামাফোসা কিছু প্রতিষ্ঠানের বর্তমান বা প্রাক্তন ঊর্ধ্বতন কর্মকর্তা যারা অভিযুক্ত অপরাধমূলক কার্যকলাপে সহায়তা করেছেন তাদের ভূমিকা নিয়ে তদন্তের জন্য একটি ‘বিচার বিভাগীয় তদন্ত কমিশন’ গঠনের ঘোষণা দেন।’ 

কমিশনকে তিন থেকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে  বলা হয়েছে।

রামাফোসা বলেন, ‘অপরাধের বিরুদ্ধে লড়াই জোরদার করার জন্য পুলিশ এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সততা এবং বিশ্বাসযোগ্যতা রক্ষা করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ’।

মাচুনু অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছেন। তার বিরুদ্বে আনা অভিযোগগুলোকে ‘প্রমাণ বা যথাযথ প্রক্রিয়া ছাড়াই করা হয়েছে’ বলে বর্ণনা করেছেন।

স্থানীয় গণমাধ্যম ৬৭ বছর বয়সী এই রাজনীতিবিদকে রামাফোসার উত্তরসূরি হিসেবে এএনসির মধ্যপন্থী গোষ্ঠীর সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রস্তাব করেছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন নিয়ে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন
স্থায়ী ক্যাম্পাসের অনুমোদনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে উল্লাস  
ট্রাইব্যুনালে হাসিনার মামলায় সাক্ষ্যগ্রহণ অক্টোবরে শেষের আশা প্রসিকিউশনের
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতা-কর্মীকে গ্রেফতার 
ডা. নিতাই হত্যা : ৫ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড ৫
সঠিক ভূমি ব্যবস্থাপনা দেশ ও জাতির জন্য অতিব গুরুত্বপূর্ণ: সিনিয়র সচিব
লালমনিরহাটে বন্যা দুর্গতদের মধ্যে বিএনপি’র ত্রাণ বিতরণ
ধানমন্ডি ৩২ থেকে রিকশাচালককে গ্রেফতারের বিষয়ে সরকারের বিবৃতি
ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ডিএমপির ১, ৫৮০ মামলা
লালমনিরহাটে ফের দুজনকে পুশইন করলো বিএসএফ
১০