ঢাকা, ১৪ জুলাই, ২০২৫ (বাসস) : মার্কিন বিশেষ দূত কিথ কেলগ প্রতিরক্ষা বিষয়ে আলোচনার জন্য আজ সোমবার কিয়েভে পৌঁছেছেন।
তিন বছরেরও বেশি সময় আগে রাশিয়া কর্তৃক আক্রমণ করা ইউক্রেনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের ঘোষণা দেওয়ার পর কেলগ এই সফরে গিয়েছেন।
কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
চলতি মাসের শুরুতে ওয়াশিংটন জানায়, তারা কিয়েভে কিছু অস্ত্র সরবরাহ বন্ধ করবে। তবে ট্রাম্প এই পদক্ষেপ পরিবর্তন করেছেন। মার্কিন নেতৃত্বাধীন শান্তি আলোচনা স্থগিত হওয়ায় আক্রমণ তীব্র করেছে রাশিয়া। এ জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করেছেন ট্রাম্প ।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আন্দ্রি ইয়েরমাক টেলিগ্রামে লিখেছেন,‘আমরা মার্কিন বিশেষ প্রতিনিধি কিথ কেলগকে ইউক্রেনে স্বাগত জানাই,’ ‘শক্তির মাধ্যমে শান্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি, এবং আমরা এই পদ্ধতিকে সমর্থন করি।’
ট্রাম্প রোববার বলেন, ‘আমরা তাদের জন্য প্যাট্রিয়ট পাঠাবো, এটা তাদের খুবই প্রয়োজন’। তবে কত অস্ত্র পাঠানো হবে তা নির্দিষ্ট করে কিছু বলেননি
ট্রাম্প আরো বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র তাদের জন্য কোনও অর্থ প্রদান করবে না।’
সোমবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সাথে দেখা করার কথা রয়েছে।
সাম্প্রতিক মাসগুলোতে মস্কো ইউক্রেনের ওপর বিমান হামলা বাড়িয়েছে, প্রায় প্রতিদিন শত শত ড্রোন হামলা চালাচ্ছে।