গাজায় ইসরাইলি হামলায় ২২ জন নিহত

বাসস
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১৮:৫১

ঢাকা, ১৪ জুলাই, ২০২৫ (বাসস) : গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, সোমবার ইসরাইলি বিমান হামলায় অন্তত ২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে গাজার উত্তরে ইসরাইলি বাহিনী ও ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে উভয় পক্ষ।

ইসরাইল ও ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে ২১ মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ চলছে। সম্প্রতি কাতারে ইসরাইল ও হামাসের মধ্যে এক সপ্তাহব্যাপী পরোক্ষ যুদ্ধবিরতির আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হওয়ার পর এই সহিংসতা শুরু হয়েছে।

গাজা শহর থেকে এএফপি জানায়, গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, গাজা শহরের বিভিন্ন এলাকায়  তিনটি পৃথক বিমান হামলায় ১০ জন নিহত হয়েছেন। এছাড়া দক্ষিণের খান ইউনুস এলাকায় আরও ১২ নিহত হয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে ইসরাইলি সেনাবাহিনী জানায়, তারা ঘটনাগুলো খতিয়ে দেখছে।

সোমবার ইসরাইলি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, গাজা শহরের শুজাইয়া ও জাইতুন এলাকায় হামাস ও ইসলামিক জিহাদের ব্যবহৃত ‘ভবন ও সন্ত্রাসী অবকাঠামো’ ধ্বংস করা হয়েছে।

ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেডস সোমবার একটি ভিডিও প্রকাশ করে জানায়, শুজাইয়া এলাকায় ইসরাইলি সেনাবাহিনীর কমান্ড ও কন্ট্রোল সেন্টারের দিকে তারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

গাজা উপত্যকায় গণমাধ্যম কর্মীদের চলাচল সীমিত এবং বহু এলাকায় পৌঁছানো কঠিন হওয়ায় বিভিন্ন পক্ষের দেওয়া হতাহতের সংখ্যা ও তথ্য এএফপি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

এই যুদ্ধে গাজার ২০ লাখেরও বেশি নাগরিকের মধ্যে বিপুল অংশই অন্তত একবার বাস্তুচ্যুত হয়েছে। এ যুদ্ধ ভূখণ্ডটিতে ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা জেলা পরিষদের বাস্তবায়নাধীন ভবনের নথি গায়েব : দুদকের অভিযান
‘আমরা জুলাই বিক্রি করি না, কাউকে বিক্রি করতেও দেবো না’
নতুন প্রধানমন্ত্রী হিসেবে অর্থমন্ত্রীর নাম প্রস্তাব করলেন জেলেনস্কি
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মিশরীয় উদ্যোক্তাদের আমন্ত্রণ জানালেন উপদেষ্টা রিজওয়ানা হাসান
মানিলন্ডারিং মামলায় বিএসবি গ্লোবালের কর্ণধার খায়রুল বাশার গ্রেফতার
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদারে আগ্রহী সৌদি আরব  
জয় ও পুতুলের নথি চেয়ে এনবিআরকে চিঠি দিল দুদক
সবুজ জ্বালানিতে চীনের সঙ্গে ‘ন্যায্য প্রতিযোগিতা’ চায় ইউরোপীয় ইউনিয়ন
এইচপি ও ডেভলপমেন্ট কর্মকর্তাদের সাথে আলোচনা করেছেন বিসিবি সভাপতি
নারী ও শিশুদের জন্য নিরাপদ দেশ গড়তে একসঙ্গে কাজ করতে হবে: মৎস্য উপদেষ্টা
১০