ইন্দোনেশিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ ১১ 

বাসস
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১০:৩২

ঢাকা, ১৫ জুলাই, ২০২৫ (বাসস) : ইন্দোনেশিয়ার পশ্চিম  উপকূল অঞ্চলে সুমাত্রা দ্বীপের কাছে একটি নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ১১ জন নিখোঁজ রয়েছে। মঙ্গলবার স্থানীয় একটি অনুসন্ধান ও উদ্ধার সংস্থা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

জাকার্তা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

মেন্টাওয়াই অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে সুমাত্রার পশ্চিম উপকূলের একটি দ্বীপপুঞ্জ মেন্টাওয়াই দ্বীপপুঞ্জের আশেপাশে যাওয়ার সময় নৌকাটি ডুবে যায়।

সংস্থাটি জানিয়েছে, নৌকায় থাকা ১৮ জনের মধ্যে সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। 

মেন্টাওয়াই অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান রুডি বলেন, উদ্ধারকারীরা দুর্ঘটনাস্থলের চারপাশে তল্লাশি চালাচ্ছে। 

রুডি এক বিবৃতিতে বলেন, ‘আমাদের লক্ষ্য দুর্ঘটনাস্থলের আশেপাশের এলাকা তল্লাশি করে সমস্ত হতাহতদের খুঁজে বের করা’।

তিনি নৌকাডুবির কোনও কারণ উল্লেখ করেননি। তিনি বলেন, প্রায় ১৭ হাজার দ্বীপের দক্ষিণ-পূর্ব এশীয় দ্বীপপুঞ্জে সামুদ্রিক দুর্ঘটনা একটি নিয়মিত ঘটনা। বিশেষ করে খারাপ আবহাওয়া এবং নিরাপত্তার মান ভালো না থাকায় দুর্ঘটনা হয়ে থাকে।

গত ৩ জুলাই, জনপ্রিয় রিসোর্ট দ্বীপ বালিতে একটি ফেরি ডুবে কমপক্ষে ১৮ জন নিহত হয়।

গত মার্চ মাসে, বালির উত্তাল সকালে ১৬ জনকে বহনকারী একটি নৌকা ডুবে যায়। ফলে একজন অস্ট্রেলিয়ান নারী নিহত হন এবং কমপক্ষে একজন আহত হয়।

গত ২০১৮ সালে, সুমাত্রা দ্বীপে বিশ্বের গভীরতম হ্রদগুলোর মধ্যে একটিতে একটি ফেরি ডুবে গেলে ১৫০ জনেরও বেশি মানুষ ডুবে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাঁপাইনবাবগঞ্জে ভটভটি উল্টে চালক নিহত, আহত ৬ জন
শ্রীলংকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্য বাংলাদেশের
চাঁপাইনবাবগঞ্জে ভটভটি উল্টে চালক নিহত, আহত ৬ জন
মুন্সীগঞ্জে ৪ মাদক কারবারিকে সশ্রম কারাদণ্ড
জাবি’র আন্দোলনের ধারা বদলে যায় মালিহার ফেসবুক লাইভে
নওগাঁয় ‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে কর্মসূচি ঘোষণা
সাতক্ষীরায় বজ্রপাতে মৎস্য ঘের কর্মচারীর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহিদ স্মৃতি স্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন
সুনামগঞ্জের সবজি চাষে লাভবান হচ্ছেন কৃষকরা
ফেব্রুয়ারির মধ্যভাগেই নির্বাচন হবে: আশাবাদ এজেডএম জাহিদের
১০