ইউক্রেনের জন্য মার্কিন-ন্যাটো অস্ত্র চুক্তিতে জার্মানি 'নির্ধারকের ভূমিকা' পালন করবে: জার্মান চ্যান্সেলর

বাসস
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১১:৪৯

ঢাকা, ১৫ জুলাই, ২০২৫ (বাসস) : জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ সোমবার বলেছেন, রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে লড়াই করতে ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জন্য ন্যাটো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত একটি নতুন চুক্তিতে জার্মানি নির্ধারকের ভূমিকা পালন করবে।

বার্লিন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

মের্জ এক বিবৃতিতে বলেছেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন’। 

মের্জ বলেন, ‘গত কয়েকদিন ধরে আমি এবং প্রেসিডেন্ট  ট্রাম্প বেশ কয়েকবার এই বিষয়ে আলোচনা করেছি। 

আমি তাকে আশ্বস্ত করেছি যে জার্মানি এই বিষয়ে নির্ধারকের ভূমিকা পালন করবে’।

সোমবার ট্রাম্প এবং ন্যাটো মহাসচিব মার্ক রুট একটি চুক্তি সম্পন্ন করেছেন। এই চুক্তির অধীনে ন্যাটো দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্যাট্রিয়ট অ্যান্টি-মিসাইল ব্যাটারিসহ বিভিন্ন অস্ত্র কিনে সেগুলো ইউক্রেনে পাঠাবে।

ন্যাটো প্রধান মার্ক রুট ট্রাম্পের ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, এর মানে হলো ইউক্রেন বিপুল পরিমাণে সামরিক সরঞ্জাম পাবে, যার মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ ইত্যাদি অন্তর্ভুক্ত থাকবে।

মের্জ বলেন, ‘আমরা আমাদের নিজস্ব স্বার্থে এটি করছি’। তিনি বলেন, জার্মানি এখনও তার মিত্রদের সাথে পরিকল্পনার বিস্তারিত স্পষ্ট করার জন্য কাজ করছে।

তিনি আরো বলেন যে, জার্মানি এই চুক্তিতে ন্যাটো মিত্রদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে এবং ইউক্রেনকে প্রয়োজনীয় অস্ত্র সরবরাহ করতে সহায়তা করবে।

তিনি বলেন, ‘এইভাবেই মস্কোর ওপর শান্তি আলোচনার জন্য চাপ বাড়বে। 

ওয়াশিংটন সফরকালে প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেন, চুক্তির আওতায় জার্মানি দুটি প্যাট্রিয়ট সিস্টেম কেনার প্রস্তাব দিয়েছে।

পিস্টোরিয়াস বলেন, ‘জার্মানি জোটে (ন্যাটো) একটি নেতৃস্থানীয় এবং নির্ভরযোগ্য ভূমিকা পালন করে যাবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আবু সাঈদের প্রথম শাহাদাতবার্ষিকী: দ্রুত বিচারের দাবি পরিবার-সহযোদ্ধাদের
শামীম ওসমান ও তার স্ত্রী’র বিরুদ্ধে দুদক-এর পৃথক মামলা
নাপোলি থেকে স্থায়ীভাবে গ্যালাতাসারেতে যোগদানের দ্বারপ্রান্তে ওশিমেন
এ মাসেই শুরু হচ্ছে জাপান প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম
সাতক্ষীরায় দুগ্ধ সমবায় সদস্যদের মধ্যে চেক বিতরণ 
ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় মহিন ফের পাঁচ দিনের রিমান্ডে
বন্দর অবকাঠামো উন্নয়নে সিঙ্গাপুরকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন উপদেষ্টার
ওয়ানডে বিশ্বকাপের আগে দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল
১৩ মৌসুম মাদ্রিদে কাটিয়ে মিলানে যোগ দিলেন মড্রিচ
বগুড়ায় ‘ডাকাত সর্দার’সহ গ্রেপ্তার ৩
১০