ঢাকা, ১৫ জুলাই, ২০২৫ (বাসস) : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার এক উল্লেখযোগ্য রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে প্রধানমন্ত্রী ডেনিস শ্মিগালকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগের প্রস্তাব করেছেন।
কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
গত ২০২০ সাল থেকে শ্মিগাল প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি কোভিড-১৯ মহামারী এবং ২০২২ সালে রাশিয়ার পূর্ণাঙ্গ আক্রমণ শুরুর সময় থেকে ইউক্রেনীয় সরকারকে নেতৃত্ব দিয়েছেন।
গত সপ্তাহে জেলেনস্কি বলেছিলেন, অর্থনীতিমন্ত্রী ইউলিয়া সভিরিডেনকো শ্মিগালের স্থলাভিষিক্ত হবেন এবং বর্তমান প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হতে পারেন।
গত ২০২২ সালে রাশিয়া আক্রমণের পর থেকে এটি বড় রদবদল। যুদ্ধক্ষেত্রে কয়েক মাস ধরে বিপর্যয় এবং ইউক্রেনের শহরগুলোতে রাশিয়ার বিমান হামলা বৃদ্ধির পর এ সিদ্বান্ত নেওয়া হল।
জেলেনস্কি এক বক্তৃতায় বলেন, ‘ডেনিস শ্মিগালের বিশাল অভিজ্ঞতা অবশ্যই ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর পদে কার্যকর হবে’।
শ্মিগালের নিয়োগের জন্য পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন হবে।