রাস্তার পাশে আইইডি বিস্ফোরণে তিন কেনিয়ান সেনা নিহত

বাসস
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১৩:৫৭

ঢাকা, ১৬ জুলাই, ২০২৫ (বাসস) : সোমালিয়া সীমান্তের কাছে পূর্ব লামু কাউন্টিতে মঙ্গলবার সেনা সদস্যদের বহন করা গাড়িতে একটি ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হলে তিন কেনিয়ান সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।
নাইরোবি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সৈন্যরা কিউঙ্গা এবং সানকুরির মধ্যবর্তী রাস্তা ধরে টহল দিচ্ছিল এমন সময় তাদের গাড়িটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) এর সাথে ধাক্কা খায়।

কেনিয়ান প্রতিরক্ষা বাহিনী (কেডিএফ) জানিয়েছে, বিস্ফোরণের ফলে তাদের তিনজন বীর সৈন্য আঘাতের কারণে নিহত হয়েছে’। 

বিবৃতিতে বলা হয়েছে, আহত কর্মীদের বিশেষায়িত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণে সাতজন আহত হয়েছেন।

বিবৃতিতে আরো বলা হয়েছে, নিরাপত্তা দলগুলো তদন্ত শুরু করেছে। এই অঞ্চলটি ইসলামপন্থী আল-শাবাব গোষ্ঠীর আক্রমণে জর্জরিত।

২০১৮ সালে সোমালিয়ার সরকারি নিয়ন্ত্রণের বাইরের অঞ্চলে অবস্থিত এই গোষ্ঠীটি পরবর্তীতে  হামলার দায় স্বীকার করে। হামলায় পাঁচজন সৈন্য নিহত এবং ছয়জন আহত হয়।

আল-কায়েদা-সংশ্লিষ্ট এই সংগঠনটি এর আগে বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে। হামলায় কয়েক ডজন কেনিয়ান পুলিশ ও সৈন্য নিহত হয়েছে।

এই গোষ্ঠীটি এক দশকেরও বেশি সময় ধরে মোগাদিসুতে সরকার উৎখাতের জন্য লড়াই করে আসছে এবং সাম্প্রতিক বছরগুলোতে জঙ্গিদের ফিরে যেতে বাধ্য করার পর সোমালিয়ায় সাম্প্রতিক হামলার ঘটনা জিহাদিদের পুনরুত্থানের উদ্বেগকে আরো বাড়িয়ে তুলেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বরিশালে চোরাই কয়লাসহ ১২ চোরাকারবারি আটক
কক্সবাজারে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ কারিগর আটক
গোবিন্দগঞ্জে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত
বান্দরবানে ৭৫০ নেতাকর্মীকে বিএনপি প্রার্থী সাচিং প্রু’র সম্মাননা
দিনাজপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার 
ঢাবি আইবিএ’র বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
নাইসিয়ার কাউন্সিলের ১,৭০০তম বার্ষিকী উদযাপন করবেন পোপ ও অর্থডক্স নেতা
কড়াইল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জরুরি খাদ্য সহায়তায় ডব্লিউএফপি
চব্বিশের আন্দোলন বাংলাদেশের ইতিহাসে চিরলিখিত থাকবে : দুলু
চুয়াডাঙ্গায় ব্যস্ততা বেড়েছে লেপ-তোশক কারিগরদের
১০