ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় আহত ১৬

বাসস
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১৪:১৩

ঢাকা, ১৬ জুলাই, ২০২৫ (বাসস) : রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর ভোরোনেজে ইউক্রেনের ড্রোন হামলায় ১৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় কর্মকর্তারা মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা রাতভর ইউক্রেনের ৫৫টি ড্রোন ভূপাতিত করেছে।

মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে মস্কো রেকর্ড সংখ্যক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনে। ইউক্রেনের শহরগুলোতে রাশিয়ার হামলা চালানোর প্রতিশোধ হিসেবে ইউক্রেনও রাশিয়ার ভূখণ্ডে ড্রোন হামলা জোরদার করেছে। ফলে এই হামলায় কয়েক ডজন বেসামরিক লোক নিহত হয়েছে বলে জানা গেছে।

ভোরোনেজের গভর্নর আলেকজান্ডার গুসেভ সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বলেছেন, ইউক্রেনের রাতের হামলায় ১৬ জন আহত হয়েছেন। আহত ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এর আগে জানিয়েছে, তারা রাতভর ৫৫টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে, যার বেশিরভাগই পশ্চিম বেলগোরোড অঞ্চল এবং ইউক্রেনের সীমান্তবর্তী ভোরোনেজে অবস্থিত।

কিয়েভ তাদের উত্তর-পূর্ব সুমি অঞ্চলে রাতভর হামলার কথা বলেছে। আরো বলেছে ‘একটি চিকিৎসা কেন্দ্র’ লক্ষ্য করে একটি হামলা  চালিয়েছে রাশিয়া। ফলে হামলায় এক শিশু আহত হয়েছে।

ইউক্রেনের জরুরি পরিষেবা জানিয়েছে, ‘শোস্তকা সম্প্রদায়ের একটি চিকিৎসা কেন্দ্রে রাশিয়ানরা আক্রমণ চালিয়েছে। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে আমেরিকান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং অস্ত্র সরবরাহের জন্য ন্যাটোর সাথে একটি চুক্তিতে স্বাক্ষর করার কথা বলার কয়েক ঘন্টা পরেই এই হামলাগুলো হামলাগুলো ঘটে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০