জ্বালানি পাচারের অভিযোগে বিদেশি ট্যাংকার জব্দ করেছে ইরান

বাসস
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১৬:০৯

ঢাকা, ১৬ জুলাই, ২০২৫ (বাসস) : জ্বালানি পাচারের অভিযোগে ইরান ওমান সাগরে জ্বালানি বহনকারী একটি বিদেশী ট্যাঙ্কার জব্দ করেছে।

আজ বুধবার দেশটির বিচার বিভাগের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

বিচার বিভাগের মিজান অনলাইন আউটলেট অনুসারে, ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের বিচার বিভাগীয় প্রধান মোজতাবা গাহরেমানি বলেছেন, জাহাজের মালামাল সংক্রান্ত আইনি নথিপত্রে ত্রুটি থাকার কারণে ওমান সাগরে এই জাহাজটি আটক করা হয়েছে। 

তিনি আরো বলেন, জাহাজটিতে ২০ লাখ লিটার জ্বালানি বহন  করা হচ্ছিল।

গাহরেমানি বলেন, ‘বিদেশী ট্যাঙ্কারের ক্যাপ্টেন এবং ক্রুসহ ১৭ সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে।’
তবে আটককৃতদের পরিচয় এবং জাতীয়তা সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।

এক প্রতিবেদনে বলা হয়েছে, কর্তৃপক্ষ প্রমাণ সংগ্রহ, নথি যাচাই, জ্বালানি পরীক্ষা ও মালামালের পরিমাণ নিশ্চিত করার কাজ চালিয়ে যাচ্ছে। 

ইরানের বিপ্লবী গার্ডরা উপসাগরে ১৫ লাখ লিটার ডিজেল পরিবহনের অভিযোগে তানজানিয়ার পতাকাবাহী দুটি ট্যাঙ্কার আটক করার কয়েক মাস পর এই জব্দের ঘটনা ঘটল।

পরে আইনি প্রক্রিয়ার জন্য ওই জাহাজগুলোকে বুশেহর বন্দরে স্থানান্তর করা হয়।

ইরানি মিডিয়া অনুসারে, সি রেঞ্জার ও সালামা নামে জাহাজগুলোতে ২৫ জন বিদেশী ক্রু সদস্য ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ৫৫ জনকে পুশইন
আহত ছাত্রদল নেতা অভি'র পাশে তারেক রহমান
প্রথমবারের মত শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ
বাংলাদেশকে জয়ের জন্য ১৩৩ রানের টার্গেট দিল শ্রীলংকা
অস্ত্রোপচারের কারনে তিন মাস মাঠের বাইরে বেলিংহাম
প্রথমবারের মতো দূর নভোমণ্ডলে সৌরজগতের জন্ম প্রত্যক্ষ করলেন জ্যোতির্বিদরা
জুলাই গণহত্যার কুশীলবদের বিচার চলতি বছরে শেষ হবে, আশাবাদ চিফ প্রসিকিউটরের
গোপালগঞ্জে আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই শহীদ দিবস’ পালন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ
১০