গাজার রোগীদের চিকিৎসা দিতে আহ্বান ডব্লিউএইচও’র 

বাসস
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১৩:২৮
ফাইল ছবি

ঢাকা, ১৭ জুলাই, ২০২৫ (বাসস) : চিকিৎসার জন্য জর্ডানে বেশিরভাগ শিশুকে স্থানান্তরের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বুধবার গাজা উপত্যকার রোগীদের চিকিৎসার দেওয়ার জন্য অন্যান্য দেশের প্রতি আহ্বান জানিয়েছে।

জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়েসাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ বলেছেন, ‘আজ, ডব্লিউএইচও গাজা থেকে জর্ডানে ৩৫ জন রোগী ও তাদের পরিবারের ৭২ সদস্যকে স্থানান্তরের নেতৃত্ব দিয়েছে। এই রোগীদের বেশিরভাগই শিশু।’

তিনি আরো বলেন, ‘গুরুতর অসুস্থ রোগীদের অব্যাহত সহায়তা ও  বিশেষায়িত সেবা প্রদানের জন্য আমরা জর্ডান সরকারের প্রতি কৃতজ্ঞ।’

গেব্রেয়েসাস বলেন, ‘গাজার ১০ হাজারের বেশি মানুষের এখনও চিকিৎসা জন্য স্থানান্তরের প্রয়োজন। আমরা আরও দেশকে চিকিৎসা সেবা প্রদানের জন্য রোগীদের গ্রহণে এগিয়ে আসার আহ্বান জানাই। বহু জীবন এর উপর নির্ভর করে আছে। আরও অনেকে অপেক্ষা করছে।’

আন্তর্জাতিক সংস্থাটি দীর্ঘদিন ধরেই পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের হাসপাতালগুলোতে যুদ্ধ-পূর্ব ঐতিহ্যবাহী রেফারেল পথটি পুনরায় সম্পূর্ণরূপে চালু করার জন্য একটি সম্প্রসারিত চিকিৎসা করিডরের দাবি জানিয়ে আসছে।

এটি আরও বলেছে যে, বর্তমান হারে চিকিৎসার প্রয়োজন এমন সমস্ত গাজা রোগীদের সরিয়ে নিতে কয়েক বছর সময় লাগবে।

ডব্লিউএইচও জানিয়েছে যে, গাজায় বিমান হামলা এবং চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, খাদ্য, বিশুদ্ধ পানি ও জ্বালানির অভাবের কারণে অনেক হাসপাতাল বন্ধ হয়ে গেছে ।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েলের ওপর আক্রমণের ফলে গাজায় যুদ্ধ শুরু হয়। 

সরকারি পরিসংখ্যানের ওপর ভিত্তি করে এএফপির হিসাব অনুসারে, এই হামলার ফলে ১ হাজার ২১৯ জন মারা যায়, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

হামাস-নিয়ন্ত্রিত ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গাজায় ইসরায়েলের প্রতিশোধমূলক অভিযানে ৫৮ হাজার ৫৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাসপাতালে জামায়াতের আমির, দেখতে গেলেন মির্জা ফখরুল
বিএমপি'র আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টে এমটি রয়্যালস চ্যাম্পিয়ন
স্টারলিংক দ্রুত চালু করায় সরকারের প্রশংসা করেছেন ড্রেয়ার
আমরা পাকিস্তানের দুর্বলতা এবং শক্তি সম্পর্কে জানি : লিটন
নেত্রকোনায় হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত 
ফ্যাসিস্টরা আবার ক্ষমতা ফিরে পাওয়ার চক্রান্ত করছে : মির্জা ফখরুল
জাতীয় ব্যাডমিন্টনে সোয়াদের হ্যাটট্রিক শিরোপা, নারী এককে চ্যাম্পিয়ন নাছিমা
শ্রমিকদের সকল যৌক্তিক দাবি মেনে নেওয়া হবে : শ্রম উপদেষ্টা
রামপালে ব্যবসায়ীকে জরিমানা
দীর্ঘ ১৭ বছর পর ধামইরহাট উপজেলা বিএনপির সম্মেলন
১০