ইরান পারমাণবিক চুক্তিতে না এগোলে ফের নিষেধাজ্ঞা জারি হবে : ফ্রান্স

বাসস
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ১১:২২
ছবি : সংগৃহীত

ঢাকা, ১৮ জুলাই, ২০২৫ (বাসস) : ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরমাণু চুক্তি নিয়ে কোনো অগ্রগতি না হলে ইরানের ওপর আবারও জাতিসংঘের নিষেধাজ্ঞা জারির হুঁশিয়ারি দিয়েছেন ইউরোপের শীর্ষ কূটনীতিকরা।

প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিকরা বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠক করেন।

সেখানে তারা জানিয়েছেন, ‘গ্রীষ্মের শেষে (আগস্টের শেষ নাগাদ) যদি তেহরান কোনো দৃশ্যমান অগ্রগতি না দেখায়, তবে ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়া চালু করা হবে। এর আওতায় ইরানের বিরুদ্ধে সব আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ফের কার্যকর হবে।’

তারা তেহরানকে বোঝাতে চাপ দিচ্ছেন যে, দেরি না করে দ্রুত কূটনৈতিক পথে ফিরতে হবে। যাতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি শক্তিশালী, যাচাইযোগ্য ও দীর্ঘস্থায়ী চুক্তিতে পৌঁছানো যায়।

গত জুনে ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় হামলা চালানোর পর দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে নানা জল্পনা চলছে।

২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তিতে একটি শর্ত আছে, ওই শর্তের অধীনে, তেহরান যদি চুক্তি না মানে, তবে ‘স্ন্যাপব্যাক’ নামে একটি প্রক্রিয়া চালু করে জাতিসংঘের নিষেধাজ্ঞা আবার জারি করা যেতে পারে। যুক্তরাষ্ট্র ২০১৮ সালে ওই চুক্তি থেকে বেরিয়ে গিয়েছিল।

চলতি বছরের অক্টোবরে চুক্তির মেয়াদ শেষ হবে। তাই ইউরোপীয় কূটনীতিকরা আগস্টেই কোনো সমঝোতায় পৌঁছাতে চান।

গত এপ্রিল থেকে ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কয়েক দফা আলোচনা হলেও ১৩ জুন ইসরাইলের হামলার পর তা ভেঙে পড়ে। এরপর ওয়াশিংটনও ইরানে হামলা চালায়, যা কার্যত পরমাণু আলোচনার ইতি টানে।

তবে সাম্প্রতিক সময়ে ইরান  ও যুক্তরাষ্ট্র উভয়ই আলোচনার টেবিলে ফিরে আসতে চাইছে। তবে তেহরান জানিয়েছে, তারা শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার থেকে কোনোভাবেই সরে আসবে না।

সোমবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক উপদেষ্টা জানিয়েছেন, ইউরেনিয়াম সমৃদ্ধ করার কার্যক্রম বন্ধ করার শর্ত থাকলে তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো আলোচনায় বসবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশে স্টারলিংক চালু, কার্যকর সহায়তা পাওয়ায় প্রশংসা করলেন স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট
খাগড়াছড়িতে বিএনপি’র মৌন মিছিল ও মিলাদ মাহফিল 
ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে সাহসিকতার সঙ্গে মোকাবিলা করতে হবে : নাহিদ ইসলাম
জুলাই শহীদদের স্মরণে বগুড়ায় বিএনপির শোক মিছিল
জুলাই শহীদের স্মরণে টাঙ্গাইলে বিএনপি'র মৌন মিছিল
সাবেক সংসদ সদস্য মান্নান তালুকদারের ইন্তেকাল
বড় জয়ে দক্ষিণ আফ্রিকা সফর শুরু করেছে বাংলাদেশের যুবারা
গণতন্ত্রকে নস্যাৎ করতে ষড়যন্ত্রকারীরা ঘাপটি মেরে রয়েছে: ডা. জাহিদ 
ঝিনাইদহে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত
জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে টাঙ্গাইলে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত
১০