লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৪

বাসস
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ১৪:৩৩
ছবি : সংগৃহীত

ঢাকা, ১৮ জুলাই, ২০২৫ (বাসস) : ইসরাইল বৃহস্পতিবার দক্ষিণ লেবাননে  হামলা চালিয়েছে। এই হামলায় চারজন নিহত ও কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। 

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

ইসরাইলি জানিয়েছে, তারা দুই হিজবুল্লাহ সদস্যকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি সত্ত্বেও হামলা অব্যাহত রয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইল নাবাতিয়া জেলায় ‘একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। হামলায় এক ব্যক্তি নিহত ও আরো দুজন আহত হয়েছে।’

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ লেবাননের নাকুরা শহরে আরেকটি ইসরাইলি হামলায় ‘একজন শহীদ’ হয়েছেন।

মন্ত্রণালয় জানায়, কাবরিখায় তৃতীয় আরেকটি ইসরইলি হামলায় দুই জন নিহত হয়েছেন। হামলায় একজন পুরুষ ও একজন নারী  আহত হয়েছেন।

ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননের কাফুর এলাকায় ‘হিজবুল্লাহর রাদওয়ান বাহিনীর নৌ কমান্ডার’ হাসান আহমেদ সাবরাকে হত্যা করেছে।’
সেনাবাহিনী আরো বলেছে, তারা নাকুরায় একজন হিজবুল্লাহ সদস্যকে হত্যা করেছে। তারা ‘সন্ত্রাসী অবকাঠামো পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় জড়িত’।

ইসরাইলি সেনাবাহিনী তৃতীয় হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথে এক বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ শেষ করার লক্ষ্যে নভেম্বরে যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইল বারবার লেবাননে বোমা হামলা চালিয়েছে।

উল্লেখ্য, গত নভেম্বরে হওয়া যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী হিজবুল্লাহর যোদ্ধাদের লিতানি নদীর উত্তরে ৩০ কিলোমিটার দূরবর্তী এলাকায় সরে যাওয়ার কথা ছিল, যেখানে কেবল লেবাননের সেনাবাহিনী ও জাতিসংঘ শান্তি রক্ষা বাহিনী অবস্থান করবে। 

চুক্তি অনুযায়ী, ইসরায়েলেরও লেবানন থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করার কথা ছিল। তবে তারা এখনো পাঁচটি ‘কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ’ এলাকা দখলে রেখেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
১৩ হাজার রানের ক্লাবে বাটলার
ভোলা-সিরাজগঞ্জ-মেহেরপুরে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত
শাবিপ্রবিতে শহীদ রুদ্র সেনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত 
জুলাই শহীদদের স্মরণে পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
খুলনায় ঝিংগা চাষে স্বাবলম্বী আলম শেখ
ঢাকা ও নারায়ণগঞ্জে সহস্রাধিক বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ ও জরিমানা আদায়
রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ বিভিন্ন অপরাধে ২৯ জন আটক
সুনামগঞ্জে নৌকাডুবির ঘটনায় একজনের মৃত্যু
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে সিরাজগঞ্জে প্রতীকী ম্যারাথন
রণক্ষেত্র সিলেট, পুলিশের ধাওয়ায় প্রথম শহীদ হন শাবি’র রুদ্র সেন
১০