লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৪

বাসস
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ১৪:৩৩
ছবি : সংগৃহীত

ঢাকা, ১৮ জুলাই, ২০২৫ (বাসস) : ইসরাইল বৃহস্পতিবার দক্ষিণ লেবাননে  হামলা চালিয়েছে। এই হামলায় চারজন নিহত ও কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। 

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

ইসরাইলি জানিয়েছে, তারা দুই হিজবুল্লাহ সদস্যকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি সত্ত্বেও হামলা অব্যাহত রয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইল নাবাতিয়া জেলায় ‘একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। হামলায় এক ব্যক্তি নিহত ও আরো দুজন আহত হয়েছে।’

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ লেবাননের নাকুরা শহরে আরেকটি ইসরাইলি হামলায় ‘একজন শহীদ’ হয়েছেন।

মন্ত্রণালয় জানায়, কাবরিখায় তৃতীয় আরেকটি ইসরইলি হামলায় দুই জন নিহত হয়েছেন। হামলায় একজন পুরুষ ও একজন নারী  আহত হয়েছেন।

ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননের কাফুর এলাকায় ‘হিজবুল্লাহর রাদওয়ান বাহিনীর নৌ কমান্ডার’ হাসান আহমেদ সাবরাকে হত্যা করেছে।’
সেনাবাহিনী আরো বলেছে, তারা নাকুরায় একজন হিজবুল্লাহ সদস্যকে হত্যা করেছে। তারা ‘সন্ত্রাসী অবকাঠামো পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় জড়িত’।

ইসরাইলি সেনাবাহিনী তৃতীয় হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথে এক বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ শেষ করার লক্ষ্যে নভেম্বরে যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইল বারবার লেবাননে বোমা হামলা চালিয়েছে।

উল্লেখ্য, গত নভেম্বরে হওয়া যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী হিজবুল্লাহর যোদ্ধাদের লিতানি নদীর উত্তরে ৩০ কিলোমিটার দূরবর্তী এলাকায় সরে যাওয়ার কথা ছিল, যেখানে কেবল লেবাননের সেনাবাহিনী ও জাতিসংঘ শান্তি রক্ষা বাহিনী অবস্থান করবে। 

চুক্তি অনুযায়ী, ইসরায়েলেরও লেবানন থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করার কথা ছিল। তবে তারা এখনো পাঁচটি ‘কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ’ এলাকা দখলে রেখেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
খুলনাকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন রংপুর
১০