সিরিয়ায় ইসরাইলের হামলা সমর্থন করে না যুক্তরাষ্ট্র

বাসস
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ১৫:৫০

ঢাকা, ১৮ জুলাই, ২০২৫ (বাসস): যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার জানিয়েছে, তারা সিরিয়ার ওপর ইসরাইলের হামলাকে সমর্থন করে না। সহিংসতা বন্ধে একটি চুক্তিতে যুক্তরাষ্ট্রের সহযোগিতার একদিন পর এই ঘোষণা আসে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, ‘আমরা ইসরাইলের সাম্প্রতিক হামলাগুলোকে সমর্থন করিনি।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সংকট মোকাবেলা ও দুই দেশের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা ইসরাইল ও সিরিয়ার সঙ্গে শীর্ষ পর্যায়ের কূটনৈতিক আলোচনা চালাচ্ছি।’

তবে যুক্তরাষ্ট্র ইসরাইলের প্রতি অসন্তোষ প্রকাশ করেছে কিনা বা ভবিষ্যতে সিরিয়ার বিরুদ্ধে হামলার বিরোধিতা করবে কি না এই বিষয়ে তিনি কিছু বলেননি।

এদিকে মার্কিন পররাষ্ট্র সচিব মার্কো রুবিও ইসরাইলের হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ওই হামলায় দামাস্কাসের প্রতিরক্ষা মন্ত্রণালয়কেও টার্গেট করা হয়েছিল।

রুবিও পরে একটি বিবৃতিতে সরাসরি ইসরাইলের হামলার উল্লেখ না করে সামগ্রিক সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

এদিকে ইসরাইল বলছে, সাম্প্রদায়িক দাঙ্গায় তারা কেবল দ্রুজ সম্প্রদায়ের পক্ষ নিয়েছে।

পুরোনো শত্রু সিরিয়ার ওপর ইসরাইল নিয়মিত হামলা চালাচ্ছে। গত ডিসেম্বরে ইসলামপন্থি যোদ্ধারা ইরানের মিত্র নেতা বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর থেকে হামলা আরো বেড়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি তুরস্ক ও সৌদি আরবের সঙ্গে মিলে সিরিয়ার নতুন নেতা আহমেদ আল-শারার সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ দুই কারবারি আটক
আত্রাই নদীর পানি বিপৎসীমার ওপরে হলেও কমতে শুরু করেছে পানি
ইয়েমেনে হুথিদের ‘জ্বালানি অবকাঠামো’তে হামলার দাবি ইসরাইলের
পেঁয়াজে আইপি নীতি পুনর্বিবেচনার দাবি
ট্রাম্প-পুতিনের আলাস্কা বৈঠক: পরবর্তী পদক্ষেপে ইউরোপীয় নেতৃবৃন্দ
কুয়াকাটায় সোনালী স্বপ্ন রোপণে ব্যস্ত কৃষকেরা
খাগড়াছড়িতে সাংবাদিকদের সঙ্গে জেলা পরিষদের মতবিনিময় সভা
ট্রাম্পের সঙ্গে ইউক্রেন শান্তি আলোচনা সুষ্ঠুভাবেই হয়েছে: পুতিন
দেশীয় সংস্কৃতির দিকে মনোনিবেশ সৌদি আরবের
রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া প্রেরণ
১০