সিরিয়ায় ইসরাইলের হামলা সমর্থন করে না যুক্তরাষ্ট্র

বাসস
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ১৫:৫০

ঢাকা, ১৮ জুলাই, ২০২৫ (বাসস): যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার জানিয়েছে, তারা সিরিয়ার ওপর ইসরাইলের হামলাকে সমর্থন করে না। সহিংসতা বন্ধে একটি চুক্তিতে যুক্তরাষ্ট্রের সহযোগিতার একদিন পর এই ঘোষণা আসে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, ‘আমরা ইসরাইলের সাম্প্রতিক হামলাগুলোকে সমর্থন করিনি।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সংকট মোকাবেলা ও দুই দেশের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা ইসরাইল ও সিরিয়ার সঙ্গে শীর্ষ পর্যায়ের কূটনৈতিক আলোচনা চালাচ্ছি।’

তবে যুক্তরাষ্ট্র ইসরাইলের প্রতি অসন্তোষ প্রকাশ করেছে কিনা বা ভবিষ্যতে সিরিয়ার বিরুদ্ধে হামলার বিরোধিতা করবে কি না এই বিষয়ে তিনি কিছু বলেননি।

এদিকে মার্কিন পররাষ্ট্র সচিব মার্কো রুবিও ইসরাইলের হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ওই হামলায় দামাস্কাসের প্রতিরক্ষা মন্ত্রণালয়কেও টার্গেট করা হয়েছিল।

রুবিও পরে একটি বিবৃতিতে সরাসরি ইসরাইলের হামলার উল্লেখ না করে সামগ্রিক সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

এদিকে ইসরাইল বলছে, সাম্প্রদায়িক দাঙ্গায় তারা কেবল দ্রুজ সম্প্রদায়ের পক্ষ নিয়েছে।

পুরোনো শত্রু সিরিয়ার ওপর ইসরাইল নিয়মিত হামলা চালাচ্ছে। গত ডিসেম্বরে ইসলামপন্থি যোদ্ধারা ইরানের মিত্র নেতা বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর থেকে হামলা আরো বেড়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি তুরস্ক ও সৌদি আরবের সঙ্গে মিলে সিরিয়ার নতুন নেতা আহমেদ আল-শারার সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
খুলনাকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন রংপুর
১০