ভারতের বিহারে বজ্রপাতে নিহত ৩৩

বাসস
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ২০:১২

ঢাকা, ১৮ জুলাই, ২০২৫ (বাসস) : ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে মৌসুমি বৃষ্টির সময় বজ্রপাতে অন্তত ৩৩ জন নিহত এবং আরও অনেক আহত হয়েছেন বলে শুক্রবার জানিয়েছেন কর্মকর্তারা।

পাটনা থেকে এএফপি জানায়, বিহার রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে, বুধবার ও বৃহস্পতিবারের মধ্যে প্রচণ্ড বজ্রঝড়ের সময় অধিকাংশ নিহতই ছিলেন মাঠে কাজ করা কৃষক ও শ্রমিক।

আবহাওয়া অফিস জানিয়েছে, রাজ্যের বিভিন্ন অঞ্চলে আগামী দিনগুলোতেও ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী বিজয় কুমার মণ্ডল এএফপিকে জানান, ‘বজ্রপাতের পূর্বাভাস পাওয়ার পর আমরা ঝুঁকিপূর্ণ জেলাগুলোর কর্মকর্তাদের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি এবং জনগণকে সচেতন করতে কাজ করছি।’

রাজ্য সরকার বজ্রপাতে নিহতদের পরিবারকে জন প্রতি ৪০ লাখ রুপি (প্রায় ৪,৬০০ মার্কিন ডলার) করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে।

বিহার রাজ্য সরকারের দেওয়া তথ্যমতে, ২০২৪ সালে বজ্রপাতে রাজ্যটিতে ২৪৩ জন এবং তার আগের বছরে ২৭৫ জনের মৃত্যু হয়।

ভারতের পূর্বাঞ্চল, বিশেষ করে বিহার, প্রতি বছর বর্ষা মৌসুমে ঘন ঘন বন্যা এবং বজ্রঝড়ের কবলে পড়ে। এতে বহু মানুষ প্রাণ হারায় ও লাখো মানুষ ঘরবাড়ি হারিয়ে বিপদে পড়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ দুই কারবারি আটক
আত্রাই নদীর পানি বিপৎসীমার ওপরে হলেও কমতে শুরু করেছে পানি
ইয়েমেনে হুথিদের ‘জ্বালানি অবকাঠামো’তে হামলার দাবি ইসরাইলের
পেঁয়াজে আইপি নীতি পুনর্বিবেচনার দাবি
ট্রাম্প-পুতিনের আলাস্কা বৈঠক: পরবর্তী পদক্ষেপে ইউরোপীয় নেতৃবৃন্দ
কুয়াকাটায় সোনালী স্বপ্ন রোপণে ব্যস্ত কৃষকেরা
খাগড়াছড়িতে সাংবাদিকদের সঙ্গে জেলা পরিষদের মতবিনিময় সভা
ট্রাম্পের সঙ্গে ইউক্রেন শান্তি আলোচনা সুষ্ঠুভাবেই হয়েছে: পুতিন
দেশীয় সংস্কৃতির দিকে মনোনিবেশ সৌদি আরবের
রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া প্রেরণ
১০