ঢাকা, ১৯ জুলাই, ২০২৫ (বাসস) : সিরিয়ার সুয়েইদা প্রদেশে প্রায় এক সপ্তাহের সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১৮ জনে। দেশটির দ্রুজ সম্প্রদায়ের প্রাণকেন্দ্রে চলমান এই সংঘর্ষে হতাহতের নতুন এ হিসাব জানিয়েছে যুদ্ধ-পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
দামেস্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
সংস্থাটি জানিয়েছে, গত রোববার থেকে শুরু হওয়া সহিংসতায় এখন পর্যন্ত নিহতদের মধ্যে রয়েছেন ১৪৬ জন দ্রুজ যোদ্ধা ও ২৪৫ জন বেসামরিক নাগরিক। এদের মধ্যে ১৬৫ জনকে সিরিয়ার প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্যরা বিচারবহির্ভূতভাবে হত্যা করেছেন বলে দাবি সংস্থাটির।
এছাড়া, সংঘর্ষে সরকারি বাহিনীর ২৮৭ সদস্য ও ১৮ জন বেদুইন যোদ্ধা নিহত হয়েছেন। পাশাপাশি দ্রুজ যোদ্ধাদের হাতে আরও তিন বেদুইন নিহত হয়েছেন বলে জানায় যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থাটি।
এদিকে, ইসরাইলি বিমান হামলায় সরকারি বাহিনীর আরও ১৫ সদস্য নিহত হয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।