লস অ্যাঞ্জেলেসে ভিড়ের মধ্যে গাড়ি ঢুকে পড়ে আহত ২৮

বাসস
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ২০:১০

ঢাকা, ১৯ জুলাই, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের হলিউড এলাকায় একটি নাইট ক্লাবের বাইরে মানুষের ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ২৮ জন আহত হয়েছে বলে জানিয়েছে লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট। তবে ঘটনার বিস্তারিত তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।

লস অ্যাঞ্জেলেস থেকে এএফপি জানায়, ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, পূর্ব হলিউডে ঘটনাস্থলে ১০০ জনেরও বেশি দমকলকর্মী পৌঁছেছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক, ছয়জন গুরুতর এবং ১৯ জন অপেক্ষাকৃত কম আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।

এর আগে কর্মকর্তারা জানান, এ ঘটনায় অন্তত চার থেকে পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

এবিসি নিউজ ফায়ার সার্ভিসের এক কর্মকর্তাকে উদ্ধৃতি দিয়ে জানায়, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, গাড়িচালক চেতনা হারিয়ে একটি নাইটক্লাবের বাইরে জড়ো হওয়া বড় ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেয়। তবে এই তথ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

ঘটনাটি হলিউডের পরিচিত স্থান যেমন সানসেট বুলেভার্ড এবং ওয়াক অব ফেমের কাছাকাছি এলাকায় ঘটেছে। সেখানে চলচ্চিত্র জগতের ব্যক্তিদের নাম খোদাই করা তারকা চিহ্নযুক্ত হাঁটার পথ রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০