আশ্রয় স্থগিতাদেশের পর প্রথম আগত অভিবাসীদের আটক করল গ্রিস

বাসস
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১৪:০৩

ঢাকা, ২০ জুলাই, ২০২৫ (বাসস) : উত্তর আফ্রিকা থেকে আগত অভিবাসীদের আশ্রয় দেওয়া স্থগিত করার সিদ্ধান্তের পর গ্রিসে নতুন করে প্রবেশকারী প্রায় ২০০ জন অভিবাসীকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ।  

শনিবার গ্রীসের অভিবাসন মন্ত্রী এ কথা জানিয়েছেন।

গ্রিসের অভিবাসন মন্ত্রী থানোস প্লেভরিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বলেন, কয়েক ঘণ্টায় লিবিয়া থেকে আসা অবৈধ অভিবাসীদের গ্রেফতার করেছে উপকূল রক্ষীরা।

তিনি আরও জানান, তাদের আর আশ্রয় চাওয়ার অধিকার নেই, তাদের কোনও অভ্যর্থনা কেন্দ্রে নেওয়া হবে না। প্রত্যাবর্তনের প্রক্রিয়া শুরু না হওয়া পর্যন্ত, তারা পুলিশ হেফাজতে থাকবে।

উপকূলরক্ষী বাহিনী এএফপি’কে জানিয়েছে, গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণ উপকূলে তিনটি দলে বিভক্ত হয়ে মোট ১৯০ জন অভিবাসী এসেছেন। 

এছাড়া তুরস্ক উপকূলসংলগ্ন আগাথোনিসি দ্বীপের কাছে আরও ১১ জন অভিবাসীকে পাওয়া গেছে। 

রাষ্ট্রীয় টেলিভিশন ইআরটি জানিয়েছে, তাদের মধ্যে একজন আহত অবস্থায় হাসপাতালে মারা গেছেন।

সাম্প্রতিক সময়ে লিবিয়া থেকে অভিবাসীদের গ্রিসে আগমনের হার বেড়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিসের জন্মস্থান দ্বীপ ক্রিটে।

শুধু জুলাই মাসেই ২ হাজারের বেশি লোক সেখানে পৌঁছেছে, যা স্থানীয় কর্মকর্তা ও পর্যটন ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। তারা এই প্রবাহ বন্ধে সরকারের কঠোর ভূমিকা চাচ্ছেন।

এই পরিস্থিতিতে সরকার উত্তর আফ্রিকা থেকে সমুদ্রপথে আগত যে কোনো ব্যক্তির আশ্রয় আবেদন গ্রহণ তিন মাসের জন্য স্থগিত করেছে।

গ্রিসের অভিবাসন মন্ত্রণালয় এমন একটি আইনের খসড়াও তৈরি করেছে, যেখানে অবৈধ প্রবেশের জন্য অভিবাসীদের সর্বোচ্চ দুই বছর এবং দেশে অবৈধভাবে অবস্থান করলে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত আটক রাখার বিধান রাখা হয়েছে।

অভিবাসন মন্ত্রী প্লেভরিস বৃহস্পতিবার ওপেন টিভিকে বলেন, ‘আমার দেশে যারা অবৈধভাবে প্রবেশ করবে, তাদেরকে বুঝতে হবে যে, তারা আতিথেয়তার নয়, নজরদারির মধ্যে ঢুকেছে।’

অভিবাসীদের আগমনকে ‘আগ্রাসন’ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, আমি প্রতিরোধের পক্ষপাতী, আমরা কোনো হোটেল নই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বরিশালে চোরাই কয়লাসহ ১২ চোরাকারবারি আটক
কক্সবাজারে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ কারিগর আটক
গোবিন্দগঞ্জে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত
বান্দরবানে ৭৫০ নেতাকর্মীকে বিএনপি প্রার্থী সাচিং প্রু’র সম্মাননা
দিনাজপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার 
ঢাবি আইবিএ’র বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
নাইসিয়ার কাউন্সিলের ১,৭০০তম বার্ষিকী উদযাপন করবেন পোপ ও অর্থডক্স নেতা
কড়াইল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জরুরি খাদ্য সহায়তায় ডব্লিউএফপি
চব্বিশের আন্দোলন বাংলাদেশের ইতিহাসে চিরলিখিত থাকবে : দুলু
চুয়াডাঙ্গায় ব্যস্ততা বেড়েছে লেপ-তোশক কারিগরদের
১০