রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ১

বাসস
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১১:২০

ঢাকা, ২১ জুলাই, ২০২৫ (বাসস) :  রাশিয়া সোমবার ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা চালিয়েছে। এতে কমপক্ষে একজন নিহত হয়েছে। হামলায় একটি দোকান ও একটি কিন্ডারগার্টেন স্কুল পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। 

কিয়েভ নগরের কর্মকর্তাদের বরাত দিয়ে  বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান টাইমুর তাকাচেঙ্কো টেলিগ্রামে এক বার্তায় বলেছেন, রাশিয়ার হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন।  

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো আরেকটি টেলিগ্রাম পোস্টে বলেছেন,  শহরটির চারটি জেলায় হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় আবাসিক ভবন, একটি দোকান ও একটি কিন্ডারগার্টেন পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

তিনি আরো বলেন, এই হামলায় লুকিয়ানভস্কা মেট্রো স্টেশনের প্রবেশপথও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মস্কোর কাছে নতুন দফা শান্তি আলোচনার প্রস্তাব দেওয়ার কথা বলার কয়েকদিন পরই এই হামলা চালালো রাশিয়া।

তুরস্কের ইস্তাম্বুলে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে দুই দফা বৈঠক হয়েছে। কিন্তু এই বৈঠকে প্রায় সাড়ে তিন বছর ধরে চলা যুদ্ধ থামানোর বিষয়ে আলোচনায় অগ্রগতি হয়নি। এসব বৈঠকে মূলত বন্দিবিনিময় ও নিহত সৈন্যদের মৃতদেহ ফেরত দেওয়ার চুক্তি হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে শান্তি চুক্তিতে পৌঁছাতে অথবা নিষেধাজ্ঞার মুখোমুখি হতে ৫০ দিন সময় দেওয়ার পর ক্রেমলিন এই মাসে বলেছে যে, তারা ইউক্রেনের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত।

ইউরোপীয় ইউনিয়ন শুক্রবার রাশিয়ার ব্যাংকগুলোকে লক্ষ্য করে মস্কোর ওপর ১৮তম নিষেধাজ্ঞার প্যাকেজে সম্মত হয়েছে এবং যুদ্ধে অর্থায়নের ক্ষমতা হ্রাস করার লক্ষ্যে তেল রপ্তানির মূল্যসীমা কমিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ দুই কারবারি আটক
আত্রাই নদীর পানি বিপৎসীমার ওপরে হলেও কমতে শুরু করেছে পানি
ইয়েমেনে হুথিদের ‘জ্বালানি অবকাঠামো’তে হামলার দাবি ইসরাইলের
পেঁয়াজে আইপি নীতি পুনর্বিবেচনার দাবি
ট্রাম্প-পুতিনের আলাস্কা বৈঠক: পরবর্তী পদক্ষেপে ইউরোপীয় নেতৃবৃন্দ
কুয়াকাটায় সোনালী স্বপ্ন রোপণে ব্যস্ত কৃষকেরা
খাগড়াছড়িতে সাংবাদিকদের সঙ্গে জেলা পরিষদের মতবিনিময় সভা
ট্রাম্পের সঙ্গে ইউক্রেন শান্তি আলোচনা সুষ্ঠুভাবেই হয়েছে: পুতিন
দেশীয় সংস্কৃতির দিকে মনোনিবেশ সৌদি আরবের
রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া প্রেরণ
১০