ইসরাইলি সেনাদের গুলিতে ত্রাণ নিতে এসে নিহত ৯৩

বাসস
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১৩:১৫

ঢাকা, ২১ জুলাই, ২০২৫ (বাসস) :  যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনী রোববার গুলি চালিয়ে ত্রাণের আশায় জড়ো হওয়া অন্তত ৯৩ জন ক্ষুধার্ত ফিলিস্তিনিকে হত্যা করেছে। এ সময় ইসরাইলি সৈন্যদের গুলিতে অরো বহু লোক আহত হয়েছে। 

গাজার নাগরিক প্রতিরক্ষা সংস্থার বরাত দিয়ে গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। 

গাজার উত্তরে ট্রাকবোঝাই ত্রাণ পৌঁছানোর সময় ৮০ জন নিহত হন, এবং দক্ষিণে রাফাহের কাছে একটি ত্রাণ কেন্দ্রের কাছে নয় জনকে গুলি করা হয় বলে জানা গেছে। 

এখানে মাত্র ২৪ ঘন্টা আগেও বেশ কয়েকজন মানুষ প্রাণ হারান।

সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে জানিয়েছেন, দক্ষিণে খান ইউনিসে আরেকটি ত্রাণ কেন্দ্রের কাছে চার জন নিহত হয়েছেন।  

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, খাদ্য সহায়তা বহনকারী তাদের ২৫ ট্রাকের বহরটি গাজা শহরের কাছে ‘ক্ষুধার্ত বেসামরিক নাগরিকের বিশাল ভিড়ের মুখোমুখি হওয়ার কিছুক্ষণের মধ্যেই তাদের ত্রাণবহরে গুলি চালানো হয়।

ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে যে, হাজার হাজার লোক গাজা শহরের কাছে জড়ো হওয়ার সময় ‘তাদের ওপর সৃষ্ট তাৎক্ষণিক হুমকি দূর করার জন্য’ সৈন্যরা সতর্কীকরণ গুলি চালিয়েছে।

জাতিসংঘ এই মাসের শুরুতে বলেছিল, মে মাসের শেষ থেকে গাজায় ত্রাণ নিতে গিয়ে বা ত্রাণ কনভয়ের পথে প্রায় ৮শ’ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মৎস্য খাতে অবদানের জন্য পদক পাচ্ছেন ১৬ ব্যক্তি ও প্রতিষ্ঠান 
উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় ভূমি উপদেষ্টার শোক
প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার শোক
উত্তরার বিমান বিধ্বস্তের ঘটনায় তারেক রহমানের শোক
চট্টগ্রামে করোনায় আরও ১ জনের মৃত্যু
সাবেক আইজিপি বেনজীরের ব্যবহৃত জিনিসপত্র নিলামে তোলা হচ্ছে
বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে ঢাকা মেডিকেলের বার্ন ইনস্টিটিউটে ৫ উপদেষ্টা
চলতি মাসেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে: ইসি সচিব
৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ১৯ জন নিহত, আহত ৬০ 
১০