ফিলিস্তিনে জাতিসংঘের শীর্ষ মানবিক কর্মকর্তার ভিসা নবায়ন করবে না ইসরাইল

বাসস
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১৩:২৬

ঢাকা, ২১ জুলাই, ২০২৫ (বাসস) : ফিলিস্তিনি অঞ্চলের জন্য নিযুক্ত জাতিসংঘের জ্যেষ্ঠ মানবিক কর্মকর্তা জোনাথন হুইটলের ভিসা নবায়ন করতে অস্বীকৃতি জানিয়েছে ইসরাইল। 

জাতিসংঘের মতে, এই সিদ্ধান্ত বেসামরিক নাগরিকদের জন্য মানবিক সহায়তা পৌঁছানোর পথকে আরো সংকুচিত করছে এবং ত্রাণ কার্যক্রমে গুরুতর বাধা তৈরি করছে।

ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার রোববার বলেছেন, গাজা যুদ্ধ সম্পর্কে মিথ্যা প্রচারের অভিযোগ থাকায়, জাতিসংঘের জ্যেষ্ঠ মানবিক কর্মকর্তার ভিসা নবায়ন করবে না ইসরাইল। 
 
জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার এক্স-এ এক পোস্টে লিখেছেন, ‘আমি ইসরাইলে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয় (ওসিএইচএ)’র প্রধান জোনাথন হুইটলের আবাসিক অনুমতির মেয়াদ বৃদ্ধি না করার নির্দেশ দিয়েছি।’

জেরুজালেমে বসবাসকারী ও ঘন ঘন গাজা উপত্যকা পরিদর্শনকারী দক্ষিণ আফ্রিকান হুইটল বারবার ফিলিস্তিনি ভূখণ্ডে বসবাসকারী দুই মিলিয়নেরও বেশি মানুষের মানবিক অবস্থার নিন্দা করেছেন।

এপ্রিল মাসে তিনি বলেছিলেন, হামাসের বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধের প্রভাবে গাজাবাসীরা ‘ধীরে ধীরে মারা যাচ্ছেন’।

ইসরাইলের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট ও শত্রুতাপূর্ণ আচরণ, যা বাস্তবতা বিকৃত করেছে এবং জাতিসংঘের নিরপেক্ষতার নিয়ম লঙ্ঘন করেছে বলে সার এই সিদ্ধান্ত নিয়েছেন। 

এটি জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে নেওয়া সর্বশেষ সিদ্ধান্ত।

২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইল ওসিএইচএ, জাতিসংঘের মানবাধিকার অফিস ওএইচসিএইচআর এবং ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ-এর জন্য কাজ করা ব্যক্তিদের ভিসা পাওয়া কঠিন করে তুলেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লক্ষ্মীপুরে ইলিশের আকাল, দামও চড়া
ভোলায় কোস্টগার্ডের মাদকবিরোধী কর্মশালা
রিয়ালের সাথে দুই বছরের চুক্তি নবায়ন করলেন কুর্তোয়া
শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ 
উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত : পাইলটসহ নিহত ১৯
দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের তথ্য চেয়েছে ইসি
প্রধান উপদেষ্টার আগামীকালের মৎস সপ্তাহের অনুষ্ঠান স্থগিত
প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক প্রকাশ
মাইলস্টোন স্কুলের নিখোঁজ শিক্ষার্থীদের বিষয়ে জরুরি যোগাযোগ নম্বর সমূহ
মৎস্য খাতে অবদানের জন্য পদক পাচ্ছেন ১৬ ব্যক্তি ও প্রতিষ্ঠান 
১০