ইউক্রেনের সঙ্গে আলোচনার তারিখ নির্ধারণে কাজ চলছে : ক্রেমলিন

বাসস
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ২১:৫৬

ঢাকা, ২১ জুলাই ২০২৫ (বাসস):  ক্রেমলিন আজ সোমবার জানিয়েছে, কিয়েভের সঙ্গে তৃতীয় দফায় শান্তি আলোচনার তারিখ নির্ধারণে কাজ চলছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ বন্ধে চলতি সপ্তাহে শান্তি আলোচনার প্রস্তাব দেওয়ার পর ক্রেমলিন এ তথ্য জানালো।

মস্কো থেকে এএফপি জানায়, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, যত দ্রুত সম্ভব আলোচনার তারিখ চূড়ান্ত হলে তাৎক্ষণিকভাবে আপনাদের তা জানানো হবে।

শান্তি আলোচনার জন্য চলতি বছরের মে ও জুন মাসে উভয়পক্ষ তুরস্কের ইস্তাম্বুলে একত্রিত হয়েছিল। তবে তৃতীয় দফায় বৈঠকের ব্যাপারে এখনো কোনো তারিখ নির্ধারণ হয়নি।

এর আগের বৈঠকে দুই দেশ বড় পরিসরে বন্দি বিনিময়ে সম্মত হয়। তবে তিন বছর ধরে চলা সংঘাত বন্ধে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে পারেনি তারা। যদিও এর আগে তারা যুদ্ধ থামাতে বেশ কিছু খসড়া শর্ত উপস্থাপন করেছে।

রাশিয়া তাদের খসড়া শর্তে কিয়েভকে কার্যকরভাবে চারটি ইউক্রেনীয় অঞ্চল থেকে সরে যাওয়ার আহ্বান জানায়, যেগুলো ২০২২ সালের সেপ্টেম্বরে মস্কো নিজেদের ভূখণ্ড বলে দাবি করে। মস্কোর এই দাবিকে অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেছে ইউক্রেন।

ইউক্রেন তাদের খসড়ায় মস্কোকে যুদ্ধ বন্ধ করা এবং সামরিক জোট ন্যাটোতে যুক্ত হওয়ার ব্যাপারে কিয়েভের উচ্চাকাঙ্ক্ষাকে সম্মান জানানোর দাবি জানায়।

দিমিত্রি পেসকভ বলেন, এখন আমাদের উভয় পক্ষের খসড়া সম্পর্কে মতামত আদান-প্রদান এবং আলোচনা করা দরকার, যে সব বিষয়ে এখনো মতবিরোধ রয়েছে। আগামীতে অনেক কূটনৈতিক কাজ বাকি রয়েছে।

আগের দুই দফা আলোচনায় রুশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছিলেন ভ্লাদিমির মেডিনস্কি। মেডিনস্কি একজন রাষ্ট্রবিজ্ঞানী হলেও বড় ধরনের সিদ্ধান্ত গ্রহণে এর আগে তাকে অংশ নিতে দেখা যায়নি।
পেসকভ জানান, পরবর্তী শান্তি আলোচনার জন্য রাশিয়ার প্রতিনিধিদল অপরিবর্তিত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কবি আল মাহমুদের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
দেশবাসীকে ধৈর্য ধরার ও কোনো অপতথ্য বিশ্বাস না করার আহবান বিমান বাহিনী প্রধানের
বিমান বিধ্বস্তের ঘটনায় তারেক রহমানের পরিবারের পক্ষে আহত ও নিহতদের জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্য আরও বেশি দৃশ্যমান করতে হবে : প্রধান উপদেষ্টা
আগামীকাল কুমিল্লায় এনসিপির পদযাত্রা ও সমাবেশ
কারিগরি বোর্ডের ২৩ ও ২৪ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত
বিসিএস পরীক্ষায় অসদুপায় অবলম্বনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পিএসসি
মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ‘আমরা বিএনপি পরিবার’-এর শোক
পাকিস্তানের লজ্জার রেকর্ড
বাংলাদেশের জয়ে ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন
১০