ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পোপ

বাসস
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ২১:৫৮

ঢাকা, ২১ জুলাই, ২০২৫ (বাসস): গাজার যুদ্ধ পরিস্থিতি ও পশ্চিম তীরের সহিংসতার বিষয়ে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে আজ সোমবার টেলিফোনে কথা বলেছেন ভ্যাটিকান সিটির পোপ চতুর্দশ লিও। 

পোপ হিসেবে লিও দায়িত্ব গ্রহণের পর এটিই তাদের প্রথম আনুষ্ঠানিক কথোপকথন।

ভ্যাটিকান সিটি থেকে এএফপি জানায়, ভ্যাটিকান এক বিবৃতিতে জানিয়েছে, পোপ আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি সম্পূর্ণ সম্মান জানানোর ব্যাপারে তাঁর আবেদন পুনর্ব্যক্ত করেছেন। বিশেষ করে বেসামরিক নাগরিক ও পবিত্র স্থানগুলোকে রক্ষার বাধ্যবাধকতা ও জোরপূর্বক বাস্তুচ্যুত নিষিদ্ধ করার ওপর জোর দিয়েছেন তিনি।

যুদ্ধের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা প্রদান এবং গাজায় পর্যাপ্ত মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার জরুরি প্রয়োজনের ব্যাপারেও গুরুত্বারোপ করেন পোপ।

গত শুক্রবার পোপ এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে ফোনালাপের পর এবার মাহমুদ আব্বাসের সঙ্গে পোপের কথোপকথন হলো। নেতানিয়াহুর সঙ্গে পোপের কথোপকথনের পরদিন গাজায় অবস্থিত একমাত্র ক্যাথলিক গির্জায় ইসরাইলি হামলায় তিনজন নিহত হন।

এর আগে গত রোববার পোপ গাজা যুদ্ধের ‘বর্বরতার’ নিন্দা এবং শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
খুলনাকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন রংপুর
১০