ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি ইসরাইলের

বাসস
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৩:০০

ঢাকা, ২২ জুলাই, ২০২৫ (বাসস) : ইসরাইলি সেনাবাহিনী ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে। মঙ্গলবার ইসরাইলি সেনাবাহিনীর বরাত দিয়ে জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

হুথি বিদ্রোহীদের দখলে থাকা হোদেইদা বন্দরে ইসরাইলের বিমান হামলার একদিন পর এ হামলা চালানো হয়। 

ইসরাইলি সেনাবাহিনী সামাজিক মাধ্যম টেলিগ্রামে জানিয়েছে, ‘কিছুক্ষণ আগে ইসরাইলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানোর পর, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।’

ইরান-সমর্থিত বিদ্রোহীরা ইসরাইলের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করার পর থেকে ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত এলাকাগুলোতে বারবার ইসরাইলের হামলা চলছে। 

হুথিরা ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে এসব হামলা চালায়। 

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেছেন, সোমবারের হামলা ‘হোদেইদা বন্দরে হুথি শাসনের লক্ষ্যবস্তুতে’ আঘাত করেছে এবং পূর্বে ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনরুদ্ধারের যে কোনো প্রচেষ্টা রোধ করার লক্ষ্যে এ হামলা করা হয়েছে।

কাটজ বলেন, ‘ইয়েমেনের পরিণতি তেহরানের মতোই হবে।’

নাম প্রকাশ না করার শর্তে একজন হুথি নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে বলেন, বোমা হামলায় বন্দরের ডক বা ঘাটটি ধ্বংস হয়ে গেছে। ঘাটটি পূর্ববর্তী হামলার পর পুনর্নির্মিত করা হয়েছিল।

সম্প্রতি হুতি গোষ্ঠী আবারও লোহিত সাগর ও এডেন উপসাগরে প্রাণঘাতী হামলা শুরু করেছে। 

তাদের মতে, যে সব জাহাজ ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত, সেগুলো লক্ষ্য করে তারা এসব হামলা চালাচ্ছে, যাতে গাজা যুদ্ধ বন্ধে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আনোয়ারায় চাঁদাবাজির মামলায় যুবলীগ নেতা গ্রেফতার
ঝালকাঠিতে কমিউনিটি ক্লিনিকের সেবা জোরদারে সেমিনার 
উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় হতাহতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শোক
দুর্নীতিবাজদের অস্তিত্বও দেশে থাকতে দেব না : ডা.শফিকুর
বাক, শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য একগুচ্ছ সফটওয়্যার নিয়ে আসছে আইসিটি বিভাগ
বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে কুমিল্লায় বিএনপি’র দোয়া মাহফিল
পলিথিন বিরোধী অভিযানে ৭টি মামলা,  ৫৮৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ
করোনায় আরও ৪ জন আক্রান্ত 
২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
সাবেক এমপি আনোয়ারুল আবেদীনসহ ১৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা
১০