ঢাকা, ২২ জুলাই, ২০২৫ (বাসস) : ইসরাইল মঙ্গলবার ফিলিস্তিনি ভূখণ্ডে হামলা চালিয়েছে। এই হামলায় ১৫ জন নিহত ও আরো অনেকেই আহত হয়েছে বলে জানা গেছে।
ইসরাইলি সেনাবাহিনী দেইর এল-বালাহ এলাকায় স্থল অভিযান সম্প্রসারণ করেছে।
গাজার নাগরিক প্রতিরক্ষা সংস্থার বরাত দিয়ে গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেছেন, গাজা শহরের পশ্চিমে আল-শাতি ক্যাম্পে ইসরাইলি হামলায় কমপক্ষে ১৩ জন নিহত এবং ৫০ জনেরও বেশি আহত হয়েছেন।
২১ মাসের সংঘাতের সময় গাজার বেশিরভাগ জনসংখ্যা অন্তত একবার বাস্তুচ্যুত হয়েছে এবং ভূমধ্যসাগরীয় উপকূলে অবস্থিত আল-শাতি ক্যাম্পে হাজার হাজার মানুষ তাঁবু এবং অস্থায়ী আশ্রয়কেন্দ্রে উত্তর থেকে বাস্তুচ্যুত হয়েছে।
আল-শাতি ক্যাম্পে বসবাসকারী ৩৩ বছর বয়সী মুহান্নাদ থাবেত ‘নিরবচ্ছিন্ন বিমান হামলা এবং বিস্ফোরণ’ এর কারণে এটিকে ‘ভয়ঙ্কর রাত’ বলে অভিহিত করেছেন।
তিনি বলেন, তিনি ছয় বছরের একটি শিশুকে চিকিৎসার জন্য নিয়ে গিয়েছিলেন কাছাকাছি শিফা হাসপাতাল। এটি এক সময় গাজার বৃহত্তম হাসপাতাল ছিল।
বেসামরিক প্রতিরক্ষা সংস্থার বাসাল জানিয়েছেন, দেইর এল-বালাহে আরো দুই জন নিহত হয়েছেন।ইসরাইলি সেনাবাহিনী জানায়, তারা তাদের স্থল অভিযান সম্প্রসারণ করবে। বেশিরভাগ এলাকা খালি করার নির্দেশ দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।
জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিস (ওসিএইচএ) অনুমান করেছে যে, এই এলাকায় ৫০ হাজার থেকে ৮০ হাজার মানুষ বাস করছে, যা এখন পর্যন্ত তুলনামূলকভাবে নিরাপদ বলে বিবেচিত হত।