ইউক্রেনে বিধ্বস্ত হলো ফ্রান্সের মিরাজ যুদ্ধবিমান

বাসস
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১২:৫৮

ঢাকা, ২৩ জুলাই, ২০২৫ (বাসস) : ইউক্রেনে মঙ্গলবার ফ্রান্সের দেওয়া একটি মিরাজ ২০০০ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। 

কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যুদ্ধবিমানটির পাইলট নিরাপদে ইজেক্ট করেছেন (বিধ্বস্ত হওয়ার আগেই বিমান থেকে বেরিয়ে এসেছেন)। 

ইউক্রেনের প্রেসিডেন্ট  ভলোদিমির জেলেনস্কি আজ বুধবার স্থানীয় সময় সকালে এক বক্তৃতায় এ কথা বলেন।

রাশিয়ার বিরুদ্ধে কিয়েভ তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য ফ্রান্স এই বছরের শুরুতে ইউক্রেনে সুপারসনিক বিমান সরবরাহ করে।

ঘটনার একদিন পর আজ বুধবার স্থানীয় সময় সকালে এ নিয়ে কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 
বিমান বিধ্বস্তের এই ঘটনার সঙ্গে রাশিয়ার কোনো যোগসাজশ নেই বলে জানিয়েছেন তিনি। 

জেলেনস্কি বলেন, ‘রাশিয়া উড়োজাহাজটি ভূপাতিত করেনি। দুর্ভাগ্যজনকভাবে আমরা আমাদের খুবই কার্যকর ও প্রয়োজনীয় একটি যুদ্ধবিমান হারালাম। 
তিনি বলেন, আমাদের মিরাজ জেটগুলোর মধ্যে একটি।

তিনি আরো বলেন, পাইলট বিমান থেকে বেরিয়ে এসেছেন এবং রাশিয়ানরা গুলি করে এটিকে ভূপাতিত করেনি।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় একটি ফ্লাইট মিশনের সময় ঘটনাটি ঘটে এবং তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

বিমান বাহিনী জানিয়েছে, ‘পাইলট বিমানের যান্ত্রিক ত্রুটির কথা ফ্লাইট ডিরেক্টরকে জানান। এরপর  পাইলট দক্ষতার সাথে কাজ করেন, যেমনটি একটি সঙ্কটকালীন পরিস্থিতিতে প্রত্যাশিত ছিল। 

তারা আরো জানায়, পাইলট সফলভাবে বিমান থেকে বেরিয়ে আসেন।

এই ঘটনাটি ইউক্রেনের সামরিক বাহিনীর জন্য আরেকটি ধাক্কা।  দেশটি রাশিয়ার আক্রমণ মোকাবিলায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতিতে ভুগছে।

ইউক্রেনের পাইলট ও মেকানিকদের পূর্ব ফ্রান্সে জেট বিমান ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ দুই কারবারি আটক
আত্রাই নদীর পানি বিপৎসীমার ওপরে হলেও কমতে শুরু করেছে পানি
ইয়েমেনে হুথিদের ‘জ্বালানি অবকাঠামো’তে হামলার দাবি ইসরাইলের
পেঁয়াজে আইপি নীতি পুনর্বিবেচনার দাবি
ট্রাম্প-পুতিনের আলাস্কা বৈঠক: পরবর্তী পদক্ষেপে ইউরোপীয় নেতৃবৃন্দ
কুয়াকাটায় সোনালী স্বপ্ন রোপণে ব্যস্ত কৃষকেরা
খাগড়াছড়িতে সাংবাদিকদের সঙ্গে জেলা পরিষদের মতবিনিময় সভা
ট্রাম্পের সঙ্গে ইউক্রেন শান্তি আলোচনা সুষ্ঠুভাবেই হয়েছে: পুতিন
দেশীয় সংস্কৃতির দিকে মনোনিবেশ সৌদি আরবের
রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া প্রেরণ
১০