ইউক্রেনে ৩২২ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

বাসস
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১৫:৫৯

ঢাকা, ২৪ জুলাই, ২০২৫ (বাসস) : ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ও সাঁজোয়া যুদ্ধযান সক্ষমতা জোরদারে ৩২২ মিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, চলতি মাসের শুরুতে ওয়াশিংটন সাময়িকভাবে ইউক্রেনে কিছু অস্ত্র সরবরাহ স্থগিত করে  দেয়। এ সময় রাশিয়ার ভারী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়ে কিয়েভ। এরপরই এই অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (ডিএসসিএ) জানায়, এ  বিক্রির আওতায় হক আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম ও এর রক্ষণাবেক্ষণের জন্য ব্যয় হবে সর্বোচ্চ ১৭২ মিলিয়ন মার্কিন ডলার এবং ব্র্যাডলি ইনফ্যানট্রি ফাইটিং ভেহিকেলের সরঞ্জাম ও সেবা বাবদ ব্যয় হবে আরও ১৫০ মিলিয়ন মার্কিন ডলার।

ডিএসসিএ এক বিবৃতিতে জানায়, প্রস্তাবিত হক সরঞ্জাম বিক্রি ইউক্রেনকে বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবিলায় সক্ষমতা বাড়াতে সহায়তা করবে। এটি আরও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তাদের আত্মরক্ষা ও আঞ্চলিক নিরাপত্তা মিশন পরিচালনার ক্ষমতাকে উন্নত করবে।

ডিএসসিএ আরও জানায়, ব্র্যাডলি সরঞ্জাম ও সেবা ইউক্রেনের জরুরি প্রয়োজনে সহায়তা করবে, যা যুক্তরাষ্ট্র সরবরাহকৃত যানবাহন ও অস্ত্র ব্যবস্থাগুলোর উচ্চমাত্রায় কার্যকারিতা ধরে রাখতে স্থানীয় রক্ষণাবেক্ষণ সক্ষমতা জোরদার করবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এ অস্ত্র বিক্রির প্রস্তাব অনুমোদন দিয়েছে এবং ডিএসসিএ এ বিষয়ে মার্কিন কংগ্রেসে প্রয়োজনীয় নোটিফিকেশন পাঠিয়েছে। 

তবে চূড়ান্ত বিক্রির জন্য কংগ্রেসের অনুমোদন এখনো বাকি।

এই অস্ত্র বিক্রির আগে, গত মে মাসের শুরুর দিকে ইউক্রেনে এফ-১৬ প্রশিক্ষণ ও রক্ষণাবেক্ষণ বাবদ ৩১০ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলারের আরেকটি বিক্রির ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র।

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ২০২২ সালে প্রতিবেশী ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করেন এবং যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও এখন পর্যন্ত যুদ্ধ বন্ধে খুব একটা আগ্রহ দেখাননি।

সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময়ে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ৬৫ বিলিয়ন মার্কিন ডলারের বেশি সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। তবে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত কিয়েভের জন্য নতুন কোনো সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০