সাংহাইয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ল্যাব বন্ধ করেছে অ্যামাজন

বাসস
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ১৪:৩৮

ঢাকা , ২৫ জুলাই, ২০২৫ (বাসস): মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যামাজন সাংহাইয়ে তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার বন্ধ করে দিয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন এ বিষয়ে সরাসরি জড়িত একটি সূত্র।

সংহাই থেকে এএফপি জানায়, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রযুক্তি আধিপত্যের প্রতিযোগিতার মাঝে এই সিদ্ধান্ত জানা গেল। ল্যাবটি অ্যামাজনের ক্লাউড বিভাগ অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডাব্লিউএস) এর অধীনে পরিচালিত হত। 

চীনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া উইচ্যাট পোস্টের একটি স্ক্রিনশটে ল্যাবটির বিজ্ঞানী ওয়াং মিনজিয়ে বলেছেন, চীন ও যুক্তরাষ্ট্রের কৌশলগত পুনর্বিন্যাসের কারণে ল্যাবটি বন্ধ করা হয়েছে।

গত সপ্তাহে  এডাব্লিউএস তাদের কার্যক্রমে বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়, এতে কয়েকশ' কর্মী ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে গণমাধ্যমের প্রতিবেদনে। তবে এএফপি যোগাযোগ করলে অ্যামাজন সাংহাই ল্যাব বন্ধের বিষয়ে নিশ্চিত করেনি।

প্রতিষ্ঠানটির মুখপাত্র ব্র্যাড গ্লাসার বলেন, ‘আমরা এডাব্লিউএস-এর নির্দিষ্ট কিছু টিম থেকে কিছু পদ বাতিলের কঠিন ব্যবসায়িক সিদ্ধান্ত নিয়েছি। এ ধরনের সিদ্ধান্ত আমাদের গ্রাহকদের জন্য উদ্ভাবন নিশ্চিত করতে বিনিয়োগ, নিয়োগ ও সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে খুবই প্রয়োজনীয়।

বুধবার এএফপি যে ওয়েবপেজে ল্যাবটির তথ্য দেখতে পায়, শুক্রবার সেটিতে আর প্রবেশ করা যায়নি।

সংরক্ষিত আর্কাইভের তথ্য অনুযায়ী, গবেষকদের সক্রিয় সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্যেই ২০১৮ সালের শরতে ল্যাবটির কার্যক্রম শুরু হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বরিশালে চোরাই কয়লাসহ ১২ চোরাকারবারি আটক
কক্সবাজারে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ কারিগর আটক
গোবিন্দগঞ্জে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত
বান্দরবানে ৭৫০ নেতাকর্মীকে বিএনপি প্রার্থী সাচিং প্রু’র সম্মাননা
দিনাজপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার 
ঢাবি আইবিএ’র বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
নাইসিয়ার কাউন্সিলের ১,৭০০তম বার্ষিকী উদযাপন করবেন পোপ ও অর্থডক্স নেতা
কড়াইল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জরুরি খাদ্য সহায়তায় ডব্লিউএফপি
চব্বিশের আন্দোলন বাংলাদেশের ইতিহাসে চিরলিখিত থাকবে : দুলু
চুয়াডাঙ্গায় ব্যস্ততা বেড়েছে লেপ-তোশক কারিগরদের
১০