অ্যানিমে খাতে ব্যবসা বাড়াতে গুন্দামের মালিক বান্দাই নামকোর শেয়ার কিনলো সনি 

বাসস
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ১৮:১২

ঢাকা, ২৫ জুলাই, ২০২৫ (বাসস) : জনপ্রিয় জাপানি অ্যানিমে ও গেম ফ্র্যাঞ্চাইজির মালিক বান্দাই নামকোতে কৌশলগতভাবে ২.৫ শতাংশ অংশীদারিত্ব কিনেছে সনি। অ্যানিমে ব্যবসার সম্প্রসারণের লক্ষ্য নিয়ে ‘গুন্দাম’ ও ‘প্যাক-ম্যান’-এর মতো আইকনিক সিরিজের স্বত্বাধিকারী এই কোম্পানির সঙ্গে জোট বাঁধছে সনি।

বিশ্বব্যাপী জাপানি অ্যানিমেশনের জনপ্রিয়তা বাড়ায় এটি সনির জন্য লাভজনক ক্ষেত্র হয়ে উঠেছে। উল্লেখ্য, ২০২১ সালে সনি অনলাইন অ্যানিমে স্ট্রিমিং প্ল্যাটফর্ম ক্রাঞ্চিরোল অধিগ্রহণ করে।

টোকিও থেকে এএফপি জানায়, এক যৌথ বিবৃতিতে বলা হয়, অ্যানিমেশন খাতে ভক্ত বাড়ানো ও তাদের সম্পৃক্ততা আরও গভীর করার লক্ষ্যে একসঙ্গে কাজ করবে  জাপানের দুই শীর্ষস্থানীয় বিনোদন প্রতিষ্ঠান বান্দাই নামকো ও সনি। বর্তমানে এই অ্যানিমে খাতের বাজার দ্রুত বাড়ছে।     

লেনদেনের পরিমাণ প্রায় ৬৮ বিলিয়ন ইয়েন (প্রায় ৪৬০ মিলিয়ন মার্কিন ডলার)। কোম্পানি দু’টি জানিয়েছে, তারা ‘ভক্তদের জন্য নতুন ও আবেগঘন অভিজ্ঞতা” তৈরির পরিকল্পনা করছে।

জেফারিজ-এর ইকুইটি বিশ্লেষক অতুল গোয়েল বলেন, ইতিমধ্যেই সনির প্রতিদ্বন্দ্বী নিন্টেন্ডোর বান্দাই নামকোতে ১.৮ শতাংশ অংশীদারিত্ব রয়েছে। এই কোম্পানি ‘এলডেন রিং’ এবং ‘টেক্কেন’-এর মতো গেমও প্রকাশ করে।

গোয়েল আরও বলেন, ‘গুন্দাম সিড ফ্রিডম’ ও ‘ডেমন স্লেয়ার’-এর মতো যৌথভাবে পরিচালিত সফল প্রজেক্টের অভিজ্ঞতার ভিত্তিতে এই চুক্তির উদ্দেশ্য সনির নিজস্ব কনটেন্ট (আইপি) কৌশল জোরদার করা এবং বান্দাই নামকোর বৈশ্বিক প্রসার এগিয়ে নেওয়া।’

ইকুইটি বিশ্লেষক অতুল গোয়েল  আরও বলেন, ‘যদিও এই অংশীদারিত্বের তাৎক্ষণিক আয়গত প্রভাব কম, তবুও এটি জাপানের অ্যানিমে ও বৌদ্ধিক সম্পত্তির মূল্যচক্রে সনির অবস্থান আরও দৃঢ় করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বরিশালে চোরাই কয়লাসহ ১২ চোরাকারবারি আটক
কক্সবাজারে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ কারিগর আটক
গোবিন্দগঞ্জে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত
বান্দরবানে ৭৫০ নেতাকর্মীকে বিএনপি প্রার্থী সাচিং প্রু’র সম্মাননা
দিনাজপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার 
ঢাবি আইবিএ’র বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
নাইসিয়ার কাউন্সিলের ১,৭০০তম বার্ষিকী উদযাপন করবেন পোপ ও অর্থডক্স নেতা
কড়াইল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জরুরি খাদ্য সহায়তায় ডব্লিউএফপি
চব্বিশের আন্দোলন বাংলাদেশের ইতিহাসে চিরলিখিত থাকবে : দুলু
চুয়াডাঙ্গায় ব্যস্ততা বেড়েছে লেপ-তোশক কারিগরদের
১০